ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর, ফেসবুকে নতুন করে চালু করতে যাচ্ছে ফেসবুক সাউন্ড অ্যালার্ট সিষ্টেম। ফেসবুক টাইমলাইনে কিছু লিখলে , বার্তা পাঠালে কিংবা আমন্ত্রণ পাঠালে শব্দ করে ব্যবহারকারীদের বলে দিবে ফেসবুক। নতুন এ সুবিধা চালু করতে সাউন্ড অ্যালার্ট সিষ্টেম নিয়ে কাজ শুরু করেছে ফেসবুক। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, আমরা নোটিফিকেশনের মাধ্যমে সাউন্ড অ্যালার্ট সিষ্টমটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছি, তিনি আরো বলেন, পর্যবেক্ষন করতে আমরা আপাতত স্বল্পসংখ্যক ব্যবহারকারীর অ্যাকাউন্টে এ সুবিধা দিয়েছি। যা ব্যভহারকারীরা চাইলে অ্যাকাউন্ট সেটিং
বুধবার, ১৪ নভেম্বর, ২০১২
শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২
ফেসবুকারদের জন্য বিনা মূল্যে ইন্টারনেট।
যুক্তরাষ্ট্রে কফির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই বা তারহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। এ জন্য কোন পাসওয়ার্ড প্রয়োজন হবে না। নিজের ফেসববুক অ্যাকাউন্ট থাকলে চলবে। নতুন এ সুবিধা চালুর জন্য ওয়াই-ফাই হট স্পট নামে নতুন সেবার পরীক্ষামূলক কার্যক্রমও শুরু করেছে ফেইসবুক। জানিয়েছে ডিসকভারি নিউজ। টম ওয়েডিংটন নামের এক সফটওয়্যার নির্মাতা এ পদ্ধতি উদ্ভাবন করেন। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের দ্রুত ও সহজে ইন্টারনেট ব্যবহারের সুযোগ করে নিতে প্রাথমিকভাবে বেশ কিছু প্রতিষ্ঠান ক্ষুদ্র পরিসরে ওয়াই-ফাই রাউটার স্থাপনের মাধ্যমে সেবাটি পরীক্ষা করা হচ্ছে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)