প্রকৃতির বিচিত্র খেয়ালের অনেক রহস্যই এখনো উম্মোচিত করা সম্ভব হয়নি। এমনই অদ্ভুত রহস্যেঘের এক দ্বীপ বাল্ট্রা। বাল্ট্রা মূলত মানববসতিশূন্য একটি দ্বীপ। দণি আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী ১৩ টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। আর এই ১৩টি দ্বীপের একটিই হচ্ছে বাল্ট্রা। কিন্তু এখানকার অন্য ১২টি দ্বীপ থেকে বাল্ট্রা একেবারেই আলাদা, অদ্ভুত এবং রহস্যময়।
শনিবার, ১০ ডিসেম্বর, ২০১১
অমিমাংসিত কিছু প্রাকৃতিক রহস্য (2)
প্রকৃতির বিচিত্র খেয়ালের অনেক রহস্যই এখনো উম্মোচিত করা সম্ভব হয়নি। এমনই অদ্ভুত রহস্যেঘের এক দ্বীপ বাল্ট্রা। বাল্ট্রা মূলত মানববসতিশূন্য একটি দ্বীপ। দণি আমেরিকার ইকুয়েডরের নিকটবর্তী ১৩ টি দ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ। আর এই ১৩টি দ্বীপের একটিই হচ্ছে বাল্ট্রা। কিন্তু এখানকার অন্য ১২টি দ্বীপ থেকে বাল্ট্রা একেবারেই আলাদা, অদ্ভুত এবং রহস্যময়।
অমিমাংসিত কিছু প্রাকৃতিক রহস্য
রহস্যের প্রতি মানুষের আগ্রহ সীমাহীন।সৃষ্টির সেই আদিকাল থেকে মানুষ ছুটেছে রহস্যের পিছনে। সৃষ্টির শুরুতে সকল কিছুই ছিল রহস্যে ঘেরা।আস্তে আস্তে মানুষের প্রযুক্তি উন্নত হয়েছে আর মানুষ খুজে বের করেছে তার কারন।৫০বছর আগে যা আমরা কল্পনা করতে পারতাম না বর্তমানে প্রযুক্তির কারনে তা এখন ডালভাত।তবুও এমন কিছু রহস্যময় ঘটনা আছে যে গুলোর কারন সম্পর্কে আজও ভালভাবে জানা যায়নি বা অন্য ভাবে বলতে গেলে ব্যখ্যাতীত তবুও বিজ্ঞানীরা সম্ভাব্য কিছু ব্যখ্যা দিয়েছেন তাও অতটা স্পস্ট নয়।এগুলো সাধারনত সুপার ন্যাচারাল বা অতিপ্রকৃত ঘটনা হিসাবে পরিচিত।আজ আমি আপনাদের তেমনই কিছু রহস্যের কথা বর্ননা করব।
সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১
আউটসোসিং ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয়(মাইক্রোওয়ার্কার্স পর্ব (২)
কেমন আছেন সবাই। অনেক দিন পর মাইক্রোওয়ার্কার্স পর্ব নিয়ে আলোচনা করতেছি তো চলুন কথা না বারিয়ে মুল কথাই আসা যাক।
এই সাইটের কাজের বিভিন্ন ধরনঃ
দেখা যাক এই সাইটে কী কী ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর মূল্য সাধারণ কত হয়।
ক্লিক অ্যান্ড সার্চঃ
এক্ষেত্রে গ্রাহক একটি সাইটের লিঙ্ক দিবে, যাতে ভিজিট করে নিদিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে। সবশেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধীক বিজ্ঞাপন ক্লিক করতে হবে।
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১
ডকুমেন্ট ব্যাকআপ রাখার উপাই( না পড়লে চরম মিস করবেন)
ডকুমেন্ট ব্যাকআপ রাখা আজকাল কিন্তু এক্সটার্নাল হার্ড-ড্রাথিভ না কিনলেও চলে।আসলে এ ধরনের হার্ড-ড্রাইভগুলুও কিন্তু আপনার ব্যাকআপ যে সুরক্ষিত অবস্থায় রাখবে তার নিশ্চয়তা দিতে পারেনা। এক্সটার্নাল হার্ড-ড্রাইভ নস্ট হয়ে যেতে পারে হঠাৎ করেই, যেকোনো বৈদ্যুতিক গোলাযোগ ও এর ক্ষতি হতে পারে। যার ফলে নস্ট হয়ে যেতে পারে আপনার মুল্যবান তথ্যগুলু । তবে আপনি যদি ন্যাস (NAS) ব্যাবহার করতে পারেন তাহলে আলাদা কথা কিন্তু সেগুলোর মুল্য ও বেশি। আজকাল আরেক পদ্ধতিতে আমরা ডাটা ব্যাকআপ রাখতে পারি-অনলাইনে। ঠিক যেভাবে আপনার মুল্যবান ছবিগুলোকে পিকাসা আথবা ফ্লিকারে মাধ্যমে সংরক্ষন করতে পারেন, ঠিক সেভাবে ডকুমেন্ট গুলোকে সংরক্ষন করতে পারেন ড্রপবক্স সেবা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)