সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১

আউটসোসিং ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয়(মাইক্রোওয়ার্কার্স পর্ব (২)

কেমন আছেন সবাই। অনেক দিন পর মাইক্রোওয়ার্কার্স পর্ব নিয়ে আলোচনা করতেছি তো চলুন কথা না বারিয়ে মুল কথাই আসা যাক। 
এই সাইটের কাজের বিভিন্ন ধরনঃ
দেখা যাক এই সাইটে কী কী  ধরনের কাজ পাওয়া যায় এবং সেগুলোর মূল্য সাধারণ কত হয়।
ক্লিক অ্যান্ড সার্চঃ
এক্ষেত্রে গ্রাহক একটি সাইটের লিঙ্ক দিবে, যাতে ভিজিট করে নিদিষ্ট কিছু শব্দ দিয়ে সার্চ করতে হবে। সবশেষে ক্লায়েন্টের বর্ণনা অনুযায়ী এক বা একাধীক বিজ্ঞাপন ক্লিক করতে হবে।
সাইনআপঃ
এক্ষেত্রে নিদিষ্ট কোনো সাইটে রেজিষ্ট্রেশন করতে হবে । রেজিষ্ট্রেশন করার সময় আপনার ইমেইল ঠিকানা দিতে হবে। রেজিষ্ট্রেশন পর কনফার্মেশন লিঙ্ক দিবে। এ ধরনের কাজ করার জন্য নিজের ব্যাক্তিগত ইমেইল ঠিকানা দেওয়া ঠিক হবে না। এজন্য পূথক একটি ইমেইল একাউন্ট খুলে সেটি দিয়ে রেজিষ্ট্রেশন করা উচিত। অন্যথায় স্পাম ইমেলের কারনে আপনার দরকারি ইমেইল খুজে পাবেন না।
কমেন্ট অন আদারস ওয়েবসাইটঃ  
এ কাজে গ্রাহকের ওয়েবসাইট গিয়ে এক বা একাধীক মন্তব্য দিতে হবে। মন্তব্যগুলু  সাধারনত দুই-এক লাইনের মধ্য হবে এবং ওই ওয়েবসাইটের বিষয়বস্তু সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।
ফোরাম
এ ধরনের কাজের জন্য একটি ফোরাম রেজিষ্ট্রেশন করতে হবে এবং Signature হিসাবে ক্লায়েন্টের কোন ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এরপর ওই ফোরামের এক বা একাধিক পাতায় সামাঞ্জস্যপূর্ণ মন্তব্য পোষ্ট করতে হবে। আজ এ পূর্যন্ত থাক। আগামী সাপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের এই পোস্টটুকু কাজে লাগলে কমেন্ট করতে ভুলবেন না যেন।
 

কোন মন্তব্য নেই: