ছবি, অডিও এবং ভিডিও এই তিন ধরনের ফাইলের জন্য রয়েছে অসংখ্য রকম ফরম্যাট। আমাদের বিভিন্ন প্রয়োজনে এই ফাইলগুলো এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে কনভার্ট করার প্রয়োজন হয়। এজন্য আমরা বিভিন্ন ভিডিও কনভার্টার, অডিও কনভার্টার এবং ইমেজ কনভার্টার সফটওয়্যার ব্যবহার করি। আজ যে সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব তার নাম হল Format Factory। এটি উল্লেখিত সব কনভার্টার সফটওয়্যারের কাজ একাই করতে পারে। এখানেই শেষ নয় আরো আছে :)। ঠিক আছে এক নজরে সফটওয়্যারটির সম্পূর্ন ফিচার তালিকাটাই দেখি-
* যে কোন ভিডিও ফাইল থেকে MP4/3GP/MPG/AVI/WMV/FLV/SWF তে কনভার্ট করে।
* যে কোন অডিও ফাইল থেকে MP3/WMA/AMR/OGG/AAC/WAV এ কনভার্ট করে।
* যে কোন ইমেজ ফাইল থেকে JPG/BMP/PNG/TIF/ICO/GIF/TGA তে কনভার্ট করে।
* DVD থেকে ভিডিও রিপ এবং Audio CD থেকে গান রিপ করে।
* iPod, iPhone, PSP, BlackBerry এর উপযোগী ভিডিও ফাইল কনভার্ট করে।
* RMVB, Watermark এবং AV Mux সাপোর্ট করে।
* ত্রুটি যুক্ত ভিডিও এবং অডিও ফাইল রিপেয়ার করে।
* ৬০ রকম ভাষা সাপোর্ট করে।
সফটওয়্যারটির দাম? মাত্র শূন্য টাকা :)। অর্থাৎ এটি একটি ফ্রিওয়্যার। ডাউনলোড সাইজ ৪০.৮ মেগাবাইট। ডাউনলোড করুন এই লিংক থেকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন