শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

Mobile Phone এ ইন্টারনেটে বাংলা ফন্টের ব্যবহারের কিছু টিপস

মোবাইলে আমরা প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করি। তো মোবাইলে এই ইন্টারনেট ব্যবহার করা নিয়ে মাঝে মাঝে খুব সমস্যা হয়। যেমন অনেকেই মোবাইলে বাংলা পড়তে পারেন না। মোবাইলে বাংলা পড়তে চাইলে আপনার মোবাইলে Opera Mini থাকতে হবে। যদি Opoera Mini না থাকে তাইলে www.opera.com থেকে Opera mini Download করতে হবে।এখন অপেরায় বাংলা লেখা পড়তে চাইলে আপনি Opera এর উপরে যেখানে www লিখেন সেখানে শুধু লিখবেন Opera:Config, এটা লিখে ok ক্লিক করুন। এরপর যে Page টি আসবে এর সবার নিচের একটু আগে Bitmap image এর জায়গায় Yes করে Save বাটনে ক্লিক করুন। এরপর আপনি Facebook থেকে শুরু করে যে কোন ওয়েবসাইটে বাংলা লেখা থাকলে খুব ভালভাবে পড়তে পারবেন। এখন আসি মোবাইলে Chatt করার সমস্যা নিয়ে।

কম্পিউটার হ্যাং

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। কম্পিউটার হ্যাং হয় নাই এমন লোক আছে বলে আমার মনে হয় না। আর যদি কেউ দাবি করে তার কম্পিউটার হ্যাং হয় নাই তাহলে আমার মতে হ্যাং কি তাই সে জানে না।

 

হ্যাং বলতে কী বুঝায়?

আমরা প্রয়ই বলে তাকি কম্পিউটার হ্যাং ধরেছে। কিন্তু আসলে হ্যাং বলতে কী বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং বলে। এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন। সকল কাজের পিছনেই একটা না একটা কারণ রয়েছে। ঠিক তেমনি কম্পিউটার হ্যাং হবার পিছনেও কারণ রয়েছে। আর সে কারণগুলোই এখন বলব।

কম্পিউটার হ্যাং হবার কারণ

* কম্পিউটারের প্রসেসরের মান ভাল না হলেঃ- কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে কম্পিউটারের প্রসেসর। আর প্রসেসরের মান ভাল না হলে কম্পিউটার হ্যাং হওয়াটাই স্বাভাবিক।
* কম্পিউটার র‌্যামের পরিমাণ কম হলেঃ- আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার র‌্যাম অঞ্চলে। আর এই র‌্যামের পরিমাণ খম হলে কম্পিউটার ঠিকমত কাজ করতে পারে না। এবং কম্পিউটারে হ্যাং ধরে।
* কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের হার্ডডিক্স এর কানেকশন সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাং হতে পারে।