মোবাইলে আমরা প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করি। তো মোবাইলে এই ইন্টারনেট ব্যবহার করা নিয়ে মাঝে মাঝে খুব সমস্যা হয়। যেমন অনেকেই মোবাইলে বাংলা পড়তে পারেন না। মোবাইলে বাংলা পড়তে চাইলে আপনার মোবাইলে Opera Mini থাকতে হবে। যদি Opoera Mini না থাকে তাইলে www.opera.com থেকে Opera mini Download করতে হবে।এখন অপেরায় বাংলা লেখা পড়তে চাইলে আপনি Opera এর উপরে যেখানে www লিখেন সেখানে শুধু লিখবেন Opera:Config, এটা লিখে ok ক্লিক করুন। এরপর যে Page টি আসবে এর সবার নিচের একটু আগে Bitmap image এর জায়গায় Yes করে Save বাটনে ক্লিক করুন। এরপর আপনি Facebook থেকে শুরু করে যে কোন ওয়েবসাইটে বাংলা লেখা থাকলে খুব ভালভাবে পড়তে পারবেন। এখন আসি মোবাইলে Chatt করার সমস্যা নিয়ে।
৫০০০ টাকা দাম পর্যন্ত মোবাইলে Chatt করার জন্য আপনি www.Getjar.com থেকে Ebuddy software টা Download করে নিবেন। Chatt করার আগে আপনার মেমরি কার্ডের Temp ফোল্ডারটি ডিলেট করে দিবেন। আর Chatt এ শুধু Facebook অংশ টা চালু রাখবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন