জনপ্রিয় সার্চ
ইঞ্জিন জয়ান্ট গুগল তাদের জিমেইল গ্রাহকদের সঙ্গে বিনামূল্যে এসএমএস পাঠানোর
সুবিধা দিয়েছে।ফলে জিমেইল ব্যবহারকারীরা জিমেইল থেকে চ্যাটিংয়ের মতো এসএমএস পাঠাতে
পারবে। এজন্য বাড়তি কোনো সফটওয়্যার বা অ্যাকাউন্ট লাগবে না।
এজন্য জিমেইলে লগইন
করে chat and sms থেকে যে বন্ধুকে এসএমএস পাঠাতে চাই সেই ঠিকানার ওপরে ক্লিক করলে
চ্যাটিং অপশন আসবে. এবার Action এ ক্লিক করে send text (sms) এ ক্লিক করে মেসেজ
লিখে এন্টার করলেই হবে. যদি মোবাইল নাম্বার যুক্ত করা না থাকে তাহলে send text
(sms) এ ক্লিক করলে মোবাইল নাম্বার যুক্ত করার অপশন আসবে, সেখানে মোবাইল নম্বরটি
যুক্ত করে save বাটনে ক্লিক করলেই মোবাইল নম্বরটি যুক্ত হবে. চাইলে একাধিক মোবাইল
নম্বর যুক্ত করতে পারবেন.