সোমবার, ২৯ অক্টোবর, ২০১২

জিমেইলের চ্যাটিং থেকে ফ্রি এসএমএস করা.


জনপ্রিয় সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগল তাদের জিমেইল গ্রাহকদের সঙ্গে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা দিয়েছে।ফলে জিমেইল ব্যবহারকারীরা জিমেইল থেকে চ্যাটিংয়ের মতো এসএমএস পাঠাতে পারবে। এজন্য বাড়তি কোনো সফটওয়্যার বা অ্যাকাউন্ট লাগবে না।
এজন্য জিমেইলে লগইন করে chat and sms থেকে যে বন্ধুকে এসএমএস পাঠাতে চাই সেই ঠিকানার ওপরে ক্লিক করলে চ্যাটিং অপশন আসবে. এবার Action এ ক্লিক করে send text (sms) এ ক্লিক করে মেসেজ লিখে এন্টার করলেই হবে. যদি মোবাইল নাম্বার যুক্ত করা না থাকে তাহলে send text (sms) এ ক্লিক করলে মোবাইল নাম্বার যুক্ত করার অপশন আসবে, সেখানে মোবাইল নম্বরটি যুক্ত করে save বাটনে ক্লিক করলেই মোবাইল নম্বরটি যুক্ত হবে. চাইলে একাধিক মোবাইল নম্বর যুক্ত করতে পারবেন.

রবিবার, ২৮ অক্টোবর, ২০১২

অকারনে ফেসবুক একাউন্ড ডিজেবল.


কিছু দিন আগে আমার গুগলপ্লাস এ একটা মেইল আসছিল. সে মেইলে একজন ভিজিটর বলেছেন যে . তার ফেসবুক একাউন্ট ৭-৮ দিন আগে ডিজেবল করা হয়েছে। তাই কি কারনে ফেসবুক ডিজেবল করা হয়। সে সম্পূর্কে আমি একটা পোষ্ট লিখলাম। যা যা কারণে ডিজেবল হয়।
. হয়তো আপনার একাউন্টি ভুয়া একাউন্ট ছিল।
. যদি ১নং না হয়, তাহলে আপনি ইচ্ছা মত ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাতেন।
. যদি ,২নং না হয়, তাহলে আপনি ইচ্ছামত ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করতেন।
. এবং ৩নং  এক সাথে ঘটে থাকতে পারে।
. ,,,৪নং  না হলে আপনি ফাউ ছবিতে মানুষকে ট্যাগ করতেন।

অফলাইনে জিমেইল


 অনলাইনের পাশাপাশি অফলাইনে মেইল নিয়ে কাজ করার জন্য বিশেষ সুবিধা রয়েছে জিমেইলে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই জিমেইলের যেকোনো তথ্য দেখা যায়। ইনবক্স দেখার পাশাপাশি যেকোন মেসেজও দেখা যাবে অফলাইনে। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মেইল পড়ার উওর পাঠানো (রিপ্লাই করা) উত্তর সাজানো এবং বিভিন্ন তথ্য সংগ্রহ (আর্কাইভ) করারও সুযোগ রয়েছে। এর মাধ্যমে গুগল ক্যালেল্ডারের ইভেন্ট দেখা, গুগল ডকসের ডকুমেন্ট দেখা, স্পেডশিট পড়া এবং এগুলো সম্পাদনাও করা যাবে
সুবিধাটি ব্যবহারের জন্য অবশ্যই ক্রোম ব্রাউজার থাকতে হবে। যাদের ক্রোম নেই তারা WWW.GOOGLE.COM/CHROME থেকে ব্রাউজারটি ডাউনলোড করে নিতে পারেন। 

ডায়াল করলে কল বারবার রং নাম্বারে চলে যায়

কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সবাই. আমি আজ এসেছি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। অনেক সময় দেখা যায় মোবাইলে ডায়াল করলে কল বারবার রং নাম্বারে চলে যায় এসব সমস্যা সাধারণত ঘটে থাকে ফ্রন্ট বোর্ডের ফন্টের কারণে। ফ্রন্ট বোর্ডের সমস্যা হলে সঠিক নাম্বারে ডায়াল করলেও বারবার কল রং নাম্বারে চলে যায়। এর অর্থ হলো ইউজার সঠিক নাম্বার টিপলেও প্যানেল থেকে সেটার সঠিক কোড নাম্বার ফ্রন্ট বোর্ড থেকে ইউপিরোমে পৌঁছায় না
সাধারণত বেশিরভাগ ফোনে (কিছু ব্যতিক্রম আছে) এসব ক্ষেত্রে অনেক সময় ফ্রন্ট বোর্ডের কীপ্যাড পরিষ্কার করে কানেক্টরটি পুনরায় সোল্ডারিং করলেও এই ধরনের সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়