কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সবাই.
আমি আজ এসেছি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। অনেক সময় দেখা যায় মোবাইলে ডায়াল করলে কল বারবার রং নাম্বারে চলে যায় এসব সমস্যা সাধারণত ঘটে থাকে ফ্রন্ট বোর্ডের ফন্টের কারণে। ফ্রন্ট বোর্ডের সমস্যা হলে সঠিক নাম্বারে ডায়াল করলেও বারবার কল রং নাম্বারে চলে যায়। এর অর্থ হলো ইউজার সঠিক নাম্বার টিপলেও প্যানেল থেকে সেটার সঠিক কোড নাম্বার ফ্রন্ট বোর্ড থেকে ইউপিরোমে পৌঁছায় না।
সাধারণত বেশিরভাগ ফোনে (কিছু ব্যতিক্রম আছে) এসব ক্ষেত্রে অনেক সময় ফ্রন্ট বোর্ডের কীপ্যাড পরিষ্কার করে কানেক্টরটি পুনরায় সোল্ডারিং করলেও এই ধরনের সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়।
ধরা যাক সমস্যা ৬০০ সেটের ক্ষেত্রে এই ধরনের সেটটিতে হার্ডওয়্যার সমস্যা রয়েছে। সাধারনত এই ধরনের সেটে হার্ডওয়্যারের সমস্যা কারনে এগুলো ঘটে থাকে। এক্ষেত্রে যদি ব্যাক বোর্ডটিকে অন্য সেটে লাগানোর পরে সেটা চার্জ করে, তাহলে বুঝতে হবে সমস্যাটা রয়েছে সামনের বোর্ডে অর্থাত্ ফ্রন্ট বোর্ডে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন