কেমন আছেন সবাই, ভালো আছেন নিশ্চয়। আজ আমার মনটা খারাপ । তবুও পোষ্ট করতে বসে গেলাম। আজ আমি যে পোষ্টটি করলাম সেটি আগে জেনে থাকলে ক্ষমা চাইছি। চলুন টিপটি শিখে নিই। এটা কাজ দিবে আপনাদের। আমরা জানি সেলফোনে ইন্টারনেট ব্রাউজার হিসাবে অপেরা মিনি দারুন জনপ্রিয়। জাভা সমর্থিত সেটে অপেরা মিনি ব্রাউজার পেজ সংরক্ষন করাটা খুব সহজ। কারন এতে আলাদা করে পেজ সেভ করার অপশন রয়েছে। তবে স্যম্বিয়ান সমর্থিত হ্যান্ডসেটে অপেরা মিনি থেকে পেজ সংরক্ষন করাটা জটিল। এ সমস্যা সমাধান করতে সিম্বিয়ান ব্যবহারকারিদের প্রথমে হ্যান্ডসেট ডাটা কেবলের মাধ্যমে কম্পিউটার এ সংযুক্ত করতে হবে। এবার অপেরা মিন যেখানে ইন্সটল করা হয়েছে সেই ফলদেরটি file Explorer এর সাহায্যে ওপেন করতে হবে। এখানে থাকা বিভিন্ন ফোল্ডার থেকে System ফোল্ডার এ ক্লিক করতে হবে । নতুন একটি ট্যাব আসবে। সেখানে একটি ট্যাব আসবে ।
সেখানে এবার Apps থেকে Operamini_200354D0 ফোল্ডারে যেতে হবে। এবার Savepages ফোল্ডার কপি বা মুভ করে কম্পিউটারের অন্যত্র নিয়ে যেতে হবে। এভাবে সেভ করা পেজ অন্য সেলফোনে স্থানান্তরিত করতে হলে সেলফোনটি এইভাবে ডাটা কেব্ল মাধ্যমে সংযোগ করে পূর্বের স্থানে ফোল্ডারটিকে paste করে দিলেই হবে। কাজ দিলে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার কাজটি সমাধান হয়। ধন্যবাদ সকলকে।
সেখানে এবার Apps থেকে Operamini_200354D0 ফোল্ডারে যেতে হবে। এবার Savepages ফোল্ডার কপি বা মুভ করে কম্পিউটারের অন্যত্র নিয়ে যেতে হবে। এভাবে সেভ করা পেজ অন্য সেলফোনে স্থানান্তরিত করতে হলে সেলফোনটি এইভাবে ডাটা কেব্ল মাধ্যমে সংযোগ করে পূর্বের স্থানে ফোল্ডারটিকে paste করে দিলেই হবে। কাজ দিলে কমেন্ট করতে ভুলবেন না। আর আমার জন্য দোয়া করবেন যাতে আমার কাজটি সমাধান হয়। ধন্যবাদ সকলকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন