কেমন আছেন সবাই, অনেক দিন পরে আমি একটা টিপস নিয়ে বসলাম।চলুন কাজে যাওয়া জাগ। আমরা অনেকে গ্রামার উপর খুব দুর্বল। এই টিপসটির লিখার একমাত্র কারণ হলো যারা গ্রামারের উপর দক্ষতা যাচাই করতে চান।বর্তমান বিশ্বের সাথে তাল মিলাতে হলে ইংরেজীর সাথে সাথে গ্রামার ও জানতে হবে। না হলে আপনার কষ্ট হয়ে যাবে। আপনি যদি গ্রামার না জানা থাকে তাহলে আপনপর পুরা একটি বাক্য গঠন করতে কষ্ট হয়ে যাবে। ধরুন আপনাকে যদি বলা হয় HE do the work. এখানে HE কোন parts of speech এখানে আপনার যদি জানা থাকে তাহলে বলবেন He- PRONOUN. আর যদি জানা না থাকে আপনার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়বে। আপনাকে ইংরেজী জানতে হলে গ্রামার জানতে হবে। আমি এখন এমন একটি সফটওয়্যার কথা বলবো। যার নাম হলো 3D ENGLISH GRAMMAR. এই সফটওয়্যার এ যা যা থাকছে তা আমি আপনাদের সুবিধার জন্য ছবি যোগ করলাম
আপনাদের যদি সফটওয়্যার টি ভালো লাগে।ডাউনলোড করতে পারেন।আমি জীপ ফাইলে আপলোড করেছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন