শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

সেলফোন ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়।


কেমন আছেন সবাই, অনেক দিন পরে আমি একটা টিপস নিয়ে বসলাম।চলুন কাজে যাওয়া জাগ। অনেক সময় দেখা যায় ব্যাটারির কারনে আনআদের অকারণে ভোগান্তি বেড়ে যায়। আমাদের জেনে রাখা দরকার , কেন ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় না।এজন্য কিছু করনীয় আছে, যা করলে আশা করা যায় আপনার সেলফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে।
-     ১। অকারনে মোবাইলের ব্লুটুথ অন করে রাখবেন না । কাজ শেষ হলে ব্লুটুথ অফ করে রাখুন।
-     ২। আমরা অনেকে কিপ্যাডের শব্দ এবং ভাইব্রেশন ব্যবহার করি, যা অপ্রয়োজনে করা উচিত নয়।এতেও কিন্তু ব্যাটারির চার্জ খরচ হয়।
- মোবাইল ফোনের ডিসপ্লের আলো কমিয়ে রাখুন।
-    ৩। পাওয়ার সেভার টাইমআউটে সর্বনিম্ন ভ্যালু কমিয়ে রাখুন।
-    ৪। কোনো অ্যাপ্লিকেশনের কাজ শেষ হলে সেটা বন্ধ করে রাখাই উত্তম।
-    ৫। মোবাইল গেম খেলতে কম বেশি সবাই পছন্দ করে কিন্তু এতে ব্যাটারির আয়ু কমে যায়।তাই এদিকে লক্ষ্য রাখতে হবে
-     ৬।যদি মোবাইল ফোনের নেটওয়ার্ক না পায় তা হলে মোবাইল ফোন টি বন্ধ করে আবার চালু করে দেখুন। তা ও যদি না পায় তবে মোবাইল ফোনটি বন্ধ রাখুন, কারন নেটওয়ার্ক সার্চের জন্য প্রচুর চার্জ ব্যবহৃত হয়।

এভাবে চালালে আপনার ব্যাটারির লাইফ কিছুটা হলেও বৃদ্ধি পাবে।
 

কোন মন্তব্য নেই: