বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৩

আপনার ফেসবুক ফেন্ডদের ইমেল আইডি হাইড করুন।

 সকলকে ধনবাদ জানিয়ে শুরু করছি ফেসবুক টিপস।
আজকের পোস্টটি তে আলোচনার বিষয় হচ্ছে কিভাবে আপনার ফেসবুক ফেন্ডদের ইমেল আইডি হাইড করুন।
এটি করতে হলে আপনাকে নিচের ধাপ গুলো অনুসরন করতে হবে।
১। প্রথমে আপনার একটা yahoo mail  id থাকতে হবে। না থাকলে অ্যাকাউন্ট তৈরি করে নেন..
২। আপনার yahoo mail id তে অবশ্যই ফেসবুক কানেক্ট থাকতে হবে, না থাকলে করে নিন।
৩।এখন আপনার yahoo mail id টি log in করুন।

মঙ্গলবার, ২২ জানুয়ারী, ২০১৩

এবার নিজের স্ক্র্যাচ card দিয়ে বন্ধুর মোবাইলে লোড করে দিন

কি খবর বন্ধুগন, আপনারা ভালো আছেন তো? অনেকদিন পর আপনাদের কাছে একটা টিপস শেয়ার করতে এলাম।
অনেক সময় আমাদের
বন্ধু বা প্রিয়জনের মোবাইল লোড করে দেওয়ার প্রয়োজন পড়ে । কিন্তু তখন যদি দেখেন ফ্লেক্সি দেওয়া যাচ্ছে না – তাহলে তো সমস্যা । তবে এখন আপনি আপনার স্ক্র্যাচ কার্ড দিয়েই বন্ধুর\ মোবাইলে রিচার্জ করে দিতে পারবেন ।জিপির জন্য :ডায়ালকরুন
*555* ১৬
ডিজিটের card

রবিবার, ২০ জানুয়ারী, ২০১৩

অপেরা মিনিতে পেজ সংরক্ষন

 কেমন আছেন সবাই, ভালো আছেন নিশ্চয়। আজ আমার মনটা খারাপ । তবুও পোষ্ট করতে বসে গেলাম। আজ আমি যে পোষ্টটি করলাম সেটি আগে জেনে থাকলে ক্ষমা চাইছি। চলুন টিপটি শিখে নিই। এটা কাজ দিবে আপনাদের। আমরা জানি সেলফোনে ইন্টারনেট ব্রাউজার হিসাবে অপেরা মিনি দারুন জনপ্রিয়। জাভা সমর্থিত সেটে অপেরা মিনি ব্রাউজার পেজ সংরক্ষন করাটা খুব সহজ। কারন এতে আলাদা করে পেজ সেভ করার অপশন রয়েছে। তবে স্যম্বিয়ান সমর্থিত হ্যান্ডসেটে অপেরা মিনি থেকে পেজ সংরক্ষন করাটা জটিল। এ সমস্যা সমাধান করতে সিম্বিয়ান ব্যবহারকারিদের প্রথমে হ্যান্ডসেট ডাটা কেবলের মাধ্যমে কম্পিউটার এ সংযুক্ত করতে হবে। এবার অপেরা মিন যেখানে ইন্সটল করা হয়েছে সেই ফলদেরটি file Explorer এর সাহায্যে ওপেন করতে হবে। এখানে থাকা বিভিন্ন ফোল্ডার থেকে System ফোল্ডার এ ক্লিক করতে হবে । নতুন একটি ট্যাব আসবে। সেখানে একটি ট্যাব আসবে ।

বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৩

পেন ড্রাইভ বন্ধ চালুর - খোলা

 helloooo visitors how r u??? আজকে আমি পোস্ট করতে বসলাম পেন ড্রাইভ সম্পকিত। আশা করি কাজ দিবে আপনাদের।
পেন ড্রাইভ মাধ্যমে সাধারনত কম্পিউটার ভাইরাস সংক্রমন হয়। এ সম্যাসা থেকে বাচঁতে কম্পিউটারে পেনড্রাভের কার্যকারিতা বন্ধ করে রাখা যেতে পারে। প্রয়োজনে এটা আবার চালু করে নেওয়া যাবে। উইন্ডোজ ৭ অপারেটিং  সিষ্টেমে এই সুবিধাটা রয়েছে। পেনড্রাইভ disable কর তে প্রথমে Start থেকে Run এ গিয়ে Regedit লিখে এন্টার চাপলে  Registry Editor উইন্ডো খুলবে. এখান থেকে


বুধবার, ১৬ জানুয়ারী, ২০১৩

রবি সার্কেল এর পয়েন্ট হ্যাক করি।

ট্রিক্স টি হল যারা রবি সিম ইউজার তাদের জন্য।
আপনারা সবাই হয়তবা জানেন অথবা জানেন না। "রবি" সার্কেল নামের একটা এসএমএস চ্যাঁটিং সিস্টেম বের করেছে যা একটি সামাজিক নেটওয়ার্ক এর মত।
যারা এখনও ইউজ করেননি তারাতারি রেজিস্টার করুন।
রেজিস্টার করতে এসএমএস করুন REG(space)আপনার নাম এবং সেন্ড করুন:-8880 এই নাম্বার এ।
সার্কেল সম্পর্কে আরও কিছু জানতে CHELP লিখে ৮৮৮০ নাম্বের এ এসএমএস করুন।
নতুন রেজিস্টার করতে কোন টাকা চার্জ করা হয় না। ফ্রী রেজিস্টার করুন।
যারা নতুন ইউজার তাদের জন্য রয়েছে ফ্রী ৫০০ পয়েন্ট।এইজন্য লাগবে একটা মোবাইল। মোবাইল টা নরমাল হলে ভাল হয়।