রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

ফেসবুক এ ফ্যাক আইডি চিনে নিন




কেমন আছেন সবাই। আসলে পড়ার চাপের জন্য ব্লগ তেমন লিখা হয়না। আজকে আমি ফ্যাক সংকান্ত টিপস নিয়ে লিখতে চলেছি।এই পোস্ট টি না পড়লে মিস করবেন। আমরা অনেকে কম বেশি ফেসবুক ব্যাবহার করে থাকি। ফলে কোন কিছু যাচাই বাছাই না করে ফেন্ড রিক্রোয়েষ্ট পাঠাই থাকি ফলে দেখা যায় অস্লীন কোন ছবি টেক বা পোষ্ট করতে দেখা যায়। তখন ফ্রেন্ড দের নিকট মুখ দেখাতেও লজ্জা লাগে। তখন সবাই ঘৃনা করতে শুরু করে শুধু মাত্র এই ফ্যাক আইডির জন্য। একটা কথা না বললে নয় যে অনেক ছেলে ফেসবুক মেয়ে সেজে বসে থাকে। কথা আছে না সুন্দর মধ্যে ভেজাল মিশে থাকে । তাই আপনাদের সুবিধার জন্য কিছু ফ্যাক আইডি ছবি তুলে ধরলাম।  নিচের ছবিগুলো লক্ষ করুন।

শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২

হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট!

কেমন আছেন সবাই. ভালো আছেন নিশ্চয়. আসলে পড়া শুনার কাজের জন্য ব্লগ পোষ্টগুলো খুবই কম লিখি. আসলে আমি শখের বসে এটি করি. আমি কোন আইটি ছাত্র না. নিজেই চেষ্টা করি যা শিখি তা আপনাদেরকে কাছে দেওয়ার চেষ্টা করি. চলুন কাজের মধ্যে যাওয়া যাক. আমরা অনেকে হয়তো কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি. অনেকে কিছু যাছাই বাছাই না করে ফেন্ড রিক্রোয়েস্ট দিয়ে থাকে ফলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবার সম্ভবনা আছে. আসুন কাজে আসা যাক। আপনার ফেসবুকের পাসওয়্যাড যদি সবাই জেনে যায়, তাহলে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডানপাশে home এর করুন বা সরাসরি এখানে ক্লিক   করুন এখন বাম পাশে গোল চিহ্ন দেওয়া security তে ক্লিক করুন. এখন login approvals এর ডান থেকে edit ক্লিক করুন। তারপর require me to enter a security code টিকচিহ্ন দিন. টিকচিহ্ন দেয়ার