বুধবার, ১৪ নভেম্বর, ২০১২

ফেসবুকে সাউন্ড অ্যালার্ট

 ফেসবুক ব্যবহারকারীদের জন্য সুখবর, ফেসবুকে নতুন করে চালু করতে যাচ্ছে ফেসবুক সাউন্ড অ্যালার্ট সিষ্টেম।  ফেসবুক টাইমলাইনে কিছু লিখলে , বার্তা পাঠালে  কিংবা আমন্ত্রণ পাঠালে শব্দ করে ব্যবহারকারীদের বলে দিবে ফেসবুক। নতুন এ সুবিধা চালু করতে সাউন্ড অ্যালার্ট সিষ্টেম নিয়ে কাজ শুরু করেছে ফেসবুক। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, আমরা নোটিফিকেশনের মাধ্যমে সাউন্ড অ্যালার্ট সিষ্টমটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছি,  তিনি আরো বলেন, পর্যবেক্ষন করতে আমরা আপাতত স্বল্পসংখ্যক ব্যবহারকারীর অ্যাকাউন্টে এ সুবিধা দিয়েছি। যা ব্যভহারকারীরা চাইলে অ্যাকাউন্ট সেটিং

শুক্রবার, ৯ নভেম্বর, ২০১২

ফেসবুকারদের জন্য বিনা মূল্যে ইন্টারনেট।

যুক্তরাষ্ট্রে কফির দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াইফাই বা তারহীন ইন্টারনেট ব্যবহারের সুযোগ পেতে যাচ্ছেন ফেসবুক ব্যবহারকারীরা। এ জন্য কোন পাসওয়ার্ড প্রয়োজন হবে না। নিজের  ফেসববুক অ্যাকাউন্ট থাকলে চলবে। নতুন এ সুবিধা চালুর জন্য ওয়াই-ফাই  হট  স্পট নামে নতুন  সেবার পরীক্ষামূলক কার্যক্রমও শুরু করেছে ফেইসবুক। জানিয়েছে ডিসকভারি নিউজ। টম ওয়েডিংটন নামের এক সফটওয়্যার নির্মাতা এ পদ্ধতি উদ্ভাবন করেন। ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যবহারকারীদের দ্রুত ও সহজে ইন্টারনেট ব্যবহারের  সুযোগ করে নিতে প্রাথমিকভাবে বেশ কিছু  প্রতিষ্ঠান ক্ষুদ্র পরিসরে ওয়াই-ফাই রাউটার স্থাপনের মাধ্যমে সেবাটি পরীক্ষা করা হচ্ছে।

সোমবার, ২৯ অক্টোবর, ২০১২

জিমেইলের চ্যাটিং থেকে ফ্রি এসএমএস করা.


জনপ্রিয় সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগল তাদের জিমেইল গ্রাহকদের সঙ্গে বিনামূল্যে এসএমএস পাঠানোর সুবিধা দিয়েছে।ফলে জিমেইল ব্যবহারকারীরা জিমেইল থেকে চ্যাটিংয়ের মতো এসএমএস পাঠাতে পারবে। এজন্য বাড়তি কোনো সফটওয়্যার বা অ্যাকাউন্ট লাগবে না।
এজন্য জিমেইলে লগইন করে chat and sms থেকে যে বন্ধুকে এসএমএস পাঠাতে চাই সেই ঠিকানার ওপরে ক্লিক করলে চ্যাটিং অপশন আসবে. এবার Action এ ক্লিক করে send text (sms) এ ক্লিক করে মেসেজ লিখে এন্টার করলেই হবে. যদি মোবাইল নাম্বার যুক্ত করা না থাকে তাহলে send text (sms) এ ক্লিক করলে মোবাইল নাম্বার যুক্ত করার অপশন আসবে, সেখানে মোবাইল নম্বরটি যুক্ত করে save বাটনে ক্লিক করলেই মোবাইল নম্বরটি যুক্ত হবে. চাইলে একাধিক মোবাইল নম্বর যুক্ত করতে পারবেন.

রবিবার, ২৮ অক্টোবর, ২০১২

অকারনে ফেসবুক একাউন্ড ডিজেবল.


কিছু দিন আগে আমার গুগলপ্লাস এ একটা মেইল আসছিল. সে মেইলে একজন ভিজিটর বলেছেন যে . তার ফেসবুক একাউন্ট ৭-৮ দিন আগে ডিজেবল করা হয়েছে। তাই কি কারনে ফেসবুক ডিজেবল করা হয়। সে সম্পূর্কে আমি একটা পোষ্ট লিখলাম। যা যা কারণে ডিজেবল হয়।
. হয়তো আপনার একাউন্টি ভুয়া একাউন্ট ছিল।
. যদি ১নং না হয়, তাহলে আপনি ইচ্ছা মত ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাতেন।
. যদি ,২নং না হয়, তাহলে আপনি ইচ্ছামত ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করতেন।
. এবং ৩নং  এক সাথে ঘটে থাকতে পারে।
. ,,,৪নং  না হলে আপনি ফাউ ছবিতে মানুষকে ট্যাগ করতেন।

অফলাইনে জিমেইল


 অনলাইনের পাশাপাশি অফলাইনে মেইল নিয়ে কাজ করার জন্য বিশেষ সুবিধা রয়েছে জিমেইলে। অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্টারনেট ছাড়াই জিমেইলের যেকোনো তথ্য দেখা যায়। ইনবক্স দেখার পাশাপাশি যেকোন মেসেজও দেখা যাবে অফলাইনে। অ্যাপ্লিকেশনটির মাধ্যমে মেইল পড়ার উওর পাঠানো (রিপ্লাই করা) উত্তর সাজানো এবং বিভিন্ন তথ্য সংগ্রহ (আর্কাইভ) করারও সুযোগ রয়েছে। এর মাধ্যমে গুগল ক্যালেল্ডারের ইভেন্ট দেখা, গুগল ডকসের ডকুমেন্ট দেখা, স্পেডশিট পড়া এবং এগুলো সম্পাদনাও করা যাবে
সুবিধাটি ব্যবহারের জন্য অবশ্যই ক্রোম ব্রাউজার থাকতে হবে। যাদের ক্রোম নেই তারা WWW.GOOGLE.COM/CHROME থেকে ব্রাউজারটি ডাউনলোড করে নিতে পারেন। 

ডায়াল করলে কল বারবার রং নাম্বারে চলে যায়

কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন সবাই. আমি আজ এসেছি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে। অনেক সময় দেখা যায় মোবাইলে ডায়াল করলে কল বারবার রং নাম্বারে চলে যায় এসব সমস্যা সাধারণত ঘটে থাকে ফ্রন্ট বোর্ডের ফন্টের কারণে। ফ্রন্ট বোর্ডের সমস্যা হলে সঠিক নাম্বারে ডায়াল করলেও বারবার কল রং নাম্বারে চলে যায়। এর অর্থ হলো ইউজার সঠিক নাম্বার টিপলেও প্যানেল থেকে সেটার সঠিক কোড নাম্বার ফ্রন্ট বোর্ড থেকে ইউপিরোমে পৌঁছায় না
সাধারণত বেশিরভাগ ফোনে (কিছু ব্যতিক্রম আছে) এসব ক্ষেত্রে অনেক সময় ফ্রন্ট বোর্ডের কীপ্যাড পরিষ্কার করে কানেক্টরটি পুনরায় সোল্ডারিং করলেও এই ধরনের সমস্যা থেকে মুক্ত পাওয়া যায়

রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

ফেসবুক এ ফ্যাক আইডি চিনে নিন




কেমন আছেন সবাই। আসলে পড়ার চাপের জন্য ব্লগ তেমন লিখা হয়না। আজকে আমি ফ্যাক সংকান্ত টিপস নিয়ে লিখতে চলেছি।এই পোস্ট টি না পড়লে মিস করবেন। আমরা অনেকে কম বেশি ফেসবুক ব্যাবহার করে থাকি। ফলে কোন কিছু যাচাই বাছাই না করে ফেন্ড রিক্রোয়েষ্ট পাঠাই থাকি ফলে দেখা যায় অস্লীন কোন ছবি টেক বা পোষ্ট করতে দেখা যায়। তখন ফ্রেন্ড দের নিকট মুখ দেখাতেও লজ্জা লাগে। তখন সবাই ঘৃনা করতে শুরু করে শুধু মাত্র এই ফ্যাক আইডির জন্য। একটা কথা না বললে নয় যে অনেক ছেলে ফেসবুক মেয়ে সেজে বসে থাকে। কথা আছে না সুন্দর মধ্যে ভেজাল মিশে থাকে । তাই আপনাদের সুবিধার জন্য কিছু ফ্যাক আইডি ছবি তুলে ধরলাম।  নিচের ছবিগুলো লক্ষ করুন।

শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২

হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট!

কেমন আছেন সবাই. ভালো আছেন নিশ্চয়. আসলে পড়া শুনার কাজের জন্য ব্লগ পোষ্টগুলো খুবই কম লিখি. আসলে আমি শখের বসে এটি করি. আমি কোন আইটি ছাত্র না. নিজেই চেষ্টা করি যা শিখি তা আপনাদেরকে কাছে দেওয়ার চেষ্টা করি. চলুন কাজের মধ্যে যাওয়া যাক. আমরা অনেকে হয়তো কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি. অনেকে কিছু যাছাই বাছাই না করে ফেন্ড রিক্রোয়েস্ট দিয়ে থাকে ফলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবার সম্ভবনা আছে. আসুন কাজে আসা যাক। আপনার ফেসবুকের পাসওয়্যাড যদি সবাই জেনে যায়, তাহলে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডানপাশে home এর করুন বা সরাসরি এখানে ক্লিক   করুন এখন বাম পাশে গোল চিহ্ন দেওয়া security তে ক্লিক করুন. এখন login approvals এর ডান থেকে edit ক্লিক করুন। তারপর require me to enter a security code টিকচিহ্ন দিন. টিকচিহ্ন দেয়ার

শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

Mobile Phone এ ইন্টারনেটে বাংলা ফন্টের ব্যবহারের কিছু টিপস

মোবাইলে আমরা প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করি। তো মোবাইলে এই ইন্টারনেট ব্যবহার করা নিয়ে মাঝে মাঝে খুব সমস্যা হয়। যেমন অনেকেই মোবাইলে বাংলা পড়তে পারেন না। মোবাইলে বাংলা পড়তে চাইলে আপনার মোবাইলে Opera Mini থাকতে হবে। যদি Opoera Mini না থাকে তাইলে www.opera.com থেকে Opera mini Download করতে হবে।এখন অপেরায় বাংলা লেখা পড়তে চাইলে আপনি Opera এর উপরে যেখানে www লিখেন সেখানে শুধু লিখবেন Opera:Config, এটা লিখে ok ক্লিক করুন। এরপর যে Page টি আসবে এর সবার নিচের একটু আগে Bitmap image এর জায়গায় Yes করে Save বাটনে ক্লিক করুন। এরপর আপনি Facebook থেকে শুরু করে যে কোন ওয়েবসাইটে বাংলা লেখা থাকলে খুব ভালভাবে পড়তে পারবেন। এখন আসি মোবাইলে Chatt করার সমস্যা নিয়ে।

কম্পিউটার হ্যাং

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। কম্পিউটার হ্যাং হয় নাই এমন লোক আছে বলে আমার মনে হয় না। আর যদি কেউ দাবি করে তার কম্পিউটার হ্যাং হয় নাই তাহলে আমার মতে হ্যাং কি তাই সে জানে না।

 

হ্যাং বলতে কী বুঝায়?

আমরা প্রয়ই বলে তাকি কম্পিউটার হ্যাং ধরেছে। কিন্তু আসলে হ্যাং বলতে কী বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং বলে। এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন। সকল কাজের পিছনেই একটা না একটা কারণ রয়েছে। ঠিক তেমনি কম্পিউটার হ্যাং হবার পিছনেও কারণ রয়েছে। আর সে কারণগুলোই এখন বলব।

কম্পিউটার হ্যাং হবার কারণ

* কম্পিউটারের প্রসেসরের মান ভাল না হলেঃ- কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে কম্পিউটারের প্রসেসর। আর প্রসেসরের মান ভাল না হলে কম্পিউটার হ্যাং হওয়াটাই স্বাভাবিক।
* কম্পিউটার র‌্যামের পরিমাণ কম হলেঃ- আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার র‌্যাম অঞ্চলে। আর এই র‌্যামের পরিমাণ খম হলে কম্পিউটার ঠিকমত কাজ করতে পারে না। এবং কম্পিউটারে হ্যাং ধরে।
* কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের হার্ডডিক্স এর কানেকশন সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাং হতে পারে।

শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১২

Verbix: ইংরেজী গ্রামারের Verb এর শিক্ষক


স্কুল জীবনে আমার প্রচন্ড রকম ইংরেজী গ্রামারভীতি ছিল :)। Verb, Tense সব গুবলেট পাকিয়ে ফেলতাম। কিছুতেই কিছু মনে রাখতে পারতাম না। তখন যদি Verbix নামের এই সফটওয়্যারটা পেতাম কি যে উপকার হতো। অন্ততঃ Verb নিয়ে সমস্যা থাকত না। প্রিয় পাঠক এবং পাঠিকারা আপনারা যারা Verb conjuction এর জন্য