রবিবার, ২৮ অক্টোবর, ২০১২

অকারনে ফেসবুক একাউন্ড ডিজেবল.


কিছু দিন আগে আমার গুগলপ্লাস এ একটা মেইল আসছিল. সে মেইলে একজন ভিজিটর বলেছেন যে . তার ফেসবুক একাউন্ট ৭-৮ দিন আগে ডিজেবল করা হয়েছে। তাই কি কারনে ফেসবুক ডিজেবল করা হয়। সে সম্পূর্কে আমি একটা পোষ্ট লিখলাম। যা যা কারণে ডিজেবল হয়।
. হয়তো আপনার একাউন্টি ভুয়া একাউন্ট ছিল।
. যদি ১নং না হয়, তাহলে আপনি ইচ্ছা মত ফ্রেন্ড রিকোয়েষ্ট পাঠাতেন।
. যদি ,২নং না হয়, তাহলে আপনি ইচ্ছামত ফ্রেন্ড রিকোয়েষ্ট একসেপ্ট করতেন।
. এবং ৩নং  এক সাথে ঘটে থাকতে পারে।
. ,,,৪নং  না হলে আপনি ফাউ ছবিতে মানুষকে ট্যাগ করতেন।

. -৫নং  না হলে, আপনি বিভিন্ন পেইজে শুধু লাইক দিতেন, কিন্তু পরে পেইজ গুলি ভিজিট করতেন না।
. আরও অনেক কারন হতে পারে যেমন, নুড ছবি আপলোড, বেশি বেশি এপ ব্যবহার এবং মানুষকে রিকোয়েষ্ট করা, অপরিচিত মানুষকে ম্যাসেজ এবং পোক করা, আপনার ফ্রেন্ড লিষ্টে একাধিক ভুয়া একাউন্ট হোল্ডারকে ফ্রেন্ড হিসাবে রাখা ইত্যাদি ইত্যাদি।
সর্বপরি আপনি একাউন্টকে সঠিক ভাবে ব্যবহার করতেন না। কিছু না কিছু এক্সট্রিম ভাবে উল্টা পাল্টা করে যাচ্ছিলেন, যার ফলস্রুতিতে ফেসবুক কর্তৃপক্ষ আপনার একাউন্টকে ভুয়া একাউন্ট হিসাবে সনাক্ত করে আপনার একাউন্ট ডিজ্যাবল করা হয়েছে

ফেসবুক সংকান্ত সমস্যা পড়লে আমাকে মেইল করতে পারেন...sabujdutta111@gmail.com

 ফেসবুক আইডি sabujdutta111@facebook.com

কোন মন্তব্য নেই: