মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০১২

আউটসোসিং ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয়(মাইক্রোওয়ার্কার্স পর্ব (৩)


ফেসবুক
এ ধরনের কাজের মধ্যে রয়েছে ক্লায়েন্টের ভক্ত হওয়া অথবা কোনো নিদিষ্ট বিষয়ে আপনার wall এ পোষ্ট করা, পেইজ লাইক করা প্রভৃতি।
টুইটার
এক্ষেত্রে twitter.com এ একটি একাউন্ট থাকতে এবং ক্লায়েন্ট একাউন্ট follow করতে হবে অথবা নিদিষ্ট একটি বিষয়ে পোষ্ট করতে হবে।
রাইট অ্যান আর্টিকল
মাইক্রোওয়ার্রার্সে পাওয়া কাজগুলো মধ্যে এ ধরনের কাজ অর্থাত কোনো বিষয়ে ইংরেজীতে আর্টিকেল লিখে সবচেয়ে বেশি আয় করা যায়।লেখাগুলো ৫০ থেকে ৫০০ শব্দের মধ্যে হয়ে থাকে। এ ধরনের কাজে একদিকে যেমন ভাষাগত জ্ঞান বাড়ে তেমনি নতুন নতুন বিষয়ে সম্পূর্কে জানা যায়। তবে যাদের ইংরেজী লেখায় দক্ষতা আছে তারাই এ ধরনের কাজ করতে পারে। লেখায় তথ্য সংযোগের ইন্টারনেট তথ্য সার্চ দিয়ে অন্যান্য ওয়েবসাইটের সহায়তা নেওয়া যাবে। তবে আপনার লিখাটি

শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

RAM গতি বাড়িয়ে নিন

উইন্ডোজ ব্যবহারের সময় অনেক Page File তৈরি হয়, Page File ভার্চুয়াল মেমোরি হিসেবে কাজ করে। কিন্তু এই Page File কম্পিউটারে জমা হয়ে RAM-এর গতি কমিয়ে দেয়। কম্পিউটার বন্ধ করার সময় স্বয়ংক্রিয়ভাবে এই ফাইলগুলো আপনি মুছে ফেলতে পারেন। এ জন্য Start থেকে control panel-এ যান। এখান থেকে Administrative Tools/Local Security Policy/Security Settings/Local Policies/Security Options ঠিকানায় যান। ডানপাশের Shutdown : Clear virtual memory page file অপশনে দুই ক্লিক করুন এবং অপশনটি Enable করে OK দিয়ে বের হয়ে আসুন। এখন কম্পিউটার বন্ধের সময় virtual

র‌্যাম সুস্থ রাখার সফটওয়্যার

র‌্যাম সুস্থ রাখার সফটওয়্যার
‘র‌্যামরাস’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে র‌্যামের গতি কিছুটা বাড়িয়ে নেওয়া যায়। মাত্র ৫৩৪ কিলোবাইটের এই সফটওয়্যারটি http://sopnojatra.blogspot.com/2010/08/ram-optimize-software.html 

ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি পিসিতে ইনস্টল করলে নিচে ডানে টাস্কবারে একটি আইকন আসবে। ওই আইকনে ক্লিক করে start optimize অপশনে ক্লিক করলে র‌্যামের গতি আগের চেয়ে কিছুটা

Ram সমস্যা ও সমাধান – কী হলে কীভাবে কী করতে হবে?

কেমন আছেন সবাই, অনেক দিন পরে আমি একটা টিপস নিয়ে বসলাম।চলুন কাজে যাওয়া জাগ।আপনার কম্পিউটারের মাদারবোর্ডে লাগানো Ram এ সমস্যা থাকলে উক্ত Ram স্লটটি মাদারবোর্ড থেকে খুলে অন্য অন্য একটি Ram স্লট লাগিয়ে পরীক্ষা করে দেখতে পারেন কোনো সমস্যা হচ্ছে কিনা।Ram স্লট খোলার জন্যে আপনি আপনার দুই হাত ব্যবহার করবেন। দুই হাতের তর্জনী আঙুলের সাহায্যে Ram স্লটের দুইপাশের ক্লিপে চাপ দিন। Ram স্লট সুন্দরভাবে খুলে আসবে।

মেমোরি কার্ড চাঙ্গা এবং টেকসই রাখুন !!!

ভাল মেমরি কার্ড কেনার ৪টি টিপসঃ
১। মেমরি কার্ড কেনার পূর্বে দেখে নিন তা আপনাকে কতখানি স্পেস সাপোর্ড দিতে পারে। যদি আপনার মেমরিটি 1 GB হয় তবে এর মধ্যে সর্বচ্চ 970MB -1000 MB পর্যন্ত সাপোর্ড দিতে হবে।
২। মেমরি কর্ডটির পিছনের অংশ অর্থাৎ যেখানে তামার পাত দেওয়া থাকে সে অংশে যদি মেমরি কার্ডের বিভিন্ন সংযোগ চিহ্ন বোঝা যায় তবে তা না কেনাই ভাল।
৩। মেমরি কার্ডের সাধারনত নতুন অবস্থাতেই কোন ওয়ারন্টি বা গ্যারান্টি থাকে না তাই পরাতন না কেনাই ভাল।
৪। মেমরি কার্ড অবশ্যই ভাল কোম্পানি ( Sumsung, Nokia, Team etc… ) দেখে কিনতে হবে।
মেমরি কার্ডের যত্ন এবং ব্যবহারঃ
১। মাসে অন্তত একবার আপনার মেমরি কার্ডটি গ্লাস ক্লিননার দিয়ে সংযোগ স্থানটি ভালভাবে পরিষ্কার করতে হবে। অনেক সময় মোবাইল গরমে ঘেমে মেমরি কার্ড নষ্ট হতে পারে।
২। কখনো মেমরি কার্ড পিসিতে দুই-তিন বারের বেশি ফরমেট করবেন না কারন এতে মেমরি কার্ড নষ্ট হবার ঝুকি থাকে।

উ ই ন্ডো জ XP র গ তি বা ড়া ন হার্ডওয়্যার সম্পর্কিত বিভিন্ন সমস্যা ও সমাধান: মাদারবোর্ড

আসসালামু আলাইকুম,
আজকে আপনাদের আরেকবার বিরক্ত করার জন্য আসলাম… আজকের টপিকটা হবে মাদারবোর্ড সম্পর্কিত। যদি এখান থেকে কারো কোনো উপকার হয়, তবেই আমার কষ্ট করে বাংলা লেখা সার্থক হবে… তাহলে শুরু করা যাক… !
মাদারবোর্ড
এটি সিস্টেম ইউনিটের একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি সবসময় কম্পিউটারের সিস্টেম ইউনিট বক্সের ভেতর দৃঢ় ভাবে আটকে রাখা হয়। কম্পিউটারে ব্যবহৃত যাবতীয় যন্ত্রাংশ এই মাদারবোর্ডের সাথে বিভিন্ন তার বা কেবলের সাহায্যে সংযুক্ত থাকে। যেমন: হার্ডডিস্ক, সিডি ড্রাইভ, ডিভিডি ড্রাইভ, বিভিন্ন উপযোগী কার্ড থেকে শুরু করে কম্পিউটারের যাবতীয় কার্যক্রমের সহযোগী যন্ত্রাংশ কোন না কোন ভাবে মাদারবোর্ডের সাথে সংযুক্ত। কম্পিটারের এইসব যন্ত্রাংশকে পূর্ণভাবে কার্যকর করার এই ইলেকট্রনিক সার্কিট বোর্ডটিকে বলা হয় মাদারবোর্ড। এক হিসাবে একে কম্পিউটারের প্রাণকেন্দ্রও বলা যায়।

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

সেলফোন ব্যাটারি দীর্ঘস্থায়ী করার উপায়।


কেমন আছেন সবাই, অনেক দিন পরে আমি একটা টিপস নিয়ে বসলাম।চলুন কাজে যাওয়া জাগ। অনেক সময় দেখা যায় ব্যাটারির কারনে আনআদের অকারণে ভোগান্তি বেড়ে যায়। আমাদের জেনে রাখা দরকার , কেন ব্যাটারি দীর্ঘস্থায়ী হয় না।এজন্য কিছু করনীয় আছে, যা করলে আশা করা যায় আপনার সেলফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী হবে।
-     ১। অকারনে মোবাইলের ব্লুটুথ অন করে রাখবেন না । কাজ শেষ হলে ব্লুটুথ অফ করে রাখুন।
-     ২। আমরা অনেকে কিপ্যাডের শব্দ এবং ভাইব্রেশন ব্যবহার করি, যা অপ্রয়োজনে করা উচিত নয়।এতেও কিন্তু ব্যাটারির চার্জ খরচ হয়।
- মোবাইল ফোনের ডিসপ্লের আলো কমিয়ে রাখুন।

বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০১২

গ্রামার সংক্রান্ত টিপস

কেমন আছেন সবাই, অনেক দিন পরে আমি একটা টিপস নিয়ে বসলাম।চলুন কাজে যাওয়া জাগ। আমরা অনেকে গ্রামার উপর খুব দুর্বল। এই টিপসটির লিখার একমাত্র কারণ হলো যারা গ্রামারের উপর দক্ষতা যাচাই করতে চান।বর্তমান বিশ্বের সাথে তাল মিলাতে হলে ইংরেজীর সাথে সাথে গ্রামার ও জানতে হবে। না হলে আপনার কষ্ট হয়ে যাবে। আপনি যদি গ্রামার না জানা থাকে তাহলে আপনপর পুরা একটি বাক্য গঠন করতে কষ্ট হয়ে যাবে। ধরুন আপনাকে যদি বলা হয় HE do the work. এখানে HE কোন parts of speech এখানে আপনার যদি জানা থাকে তাহলে বলবেন He- PRONOUN. আর যদি জানা না থাকে আপনার উত্তর দেওয়া কঠিন হয়ে পড়বে। আপনাকে ইংরেজী জানতে হলে গ্রামার জানতে হবে। আমি এখন এমন একটি সফটওয়্যার কথা বলবো। যার নাম হলো 3D ENGLISH GRAMMAR. এই সফটওয়্যার এ যা যা থাকছে তা আমি আপনাদের সুবিধার জন্য ছবি যোগ করলাম

বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

ফেসবুক বন্ধুদের জন্মদিনের তথ্য ক্যালেন্ডার নেয়া।

কেমন আছেন সবাই???অনেক দিন পরে আমি একটা টিপস নিয়ে বসলাম।চলুন কাজে যাওয়া, আপনারা অনেকে হয়তো গুগল ক্যালেন্ডার সাথে পরিচিত ।গুগল ক্যালেন্ডার সবচেয়ে বড় সুবিধা এসএমএসের মাধ্যমে রিমাইন্ডার পাওয়া। ফলে জন্মদিনে থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার(ইভেেন্টর বিষয় আগে থেকে জানা যায় এসএমএসের মাধ্যমে. গুগল ক্যালেন্ডার যদি সহজেই জনপ্রিয় সামাজিক সাইট ফেসবুকের বন্ধুদের জন্মদিন বা গুরুত্বপূর্ণ ঘটনা আনা যায় তাহলে কেমন হয়???এজন্য গুগলে এবং ফেসবুকে লগইন অবস্থায় এ লিঙ্কে সাইটে যান এবং GET YOUR CALENDERS NOW বাটনে ক্লিক করুন।