শুক্রবার, ৭ সেপ্টেম্বর, ২০১২

হ্যাক হবে না ফেসবুক অ্যাকাউন্ট!

কেমন আছেন সবাই. ভালো আছেন নিশ্চয়. আসলে পড়া শুনার কাজের জন্য ব্লগ পোষ্টগুলো খুবই কম লিখি. আসলে আমি শখের বসে এটি করি. আমি কোন আইটি ছাত্র না. নিজেই চেষ্টা করি যা শিখি তা আপনাদেরকে কাছে দেওয়ার চেষ্টা করি. চলুন কাজের মধ্যে যাওয়া যাক. আমরা অনেকে হয়তো কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি. অনেকে কিছু যাছাই বাছাই না করে ফেন্ড রিক্রোয়েস্ট দিয়ে থাকে ফলে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হবার সম্ভবনা আছে. আসুন কাজে আসা যাক। আপনার ফেসবুকের পাসওয়্যাড যদি সবাই জেনে যায়, তাহলে কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। এর জন্য প্রথমে ফেসবুকে লগইন করে ওপরে ডানপাশে home এর করুন বা সরাসরি এখানে ক্লিক   করুন এখন বাম পাশে গোল চিহ্ন দেওয়া security তে ক্লিক করুন. এখন login approvals এর ডান থেকে edit ক্লিক করুন। তারপর require me to enter a security code টিকচিহ্ন দিন. টিকচিহ্ন দেয়ার
সময় নতুন একটি বার্তা আসবে।  এবার set up now তে ক্লিক করুন । এখন phone number বক্সে আপনার মোবাইল নাম্বার লিখে continue তে ক্লিক করুন। আপনার মোবাইল এ  একটি কোড নাম্বার আসবে। কোড নাম্বার টি  কোড বক্সে লিখে submit code বাটুনে ক্লিক করে close এ ক্লিক করুন। login notifications এর ডান পাশ ত্থেকে এডিট এ ক্লিক করুন email এবং text message বক্সেও টিকচিহ্ন দিয়ে save এ ক্লিক করে রাখতে পারেন। এখন ফেসবুক অ্যাকাউন্ট লগিন করুন। দেখবেন name new device এ কনো নাম লিখে save device এ ক্লিক করুন।এখন থেকে কেও আপ্নের অ্যাকাউন্ট লগিন করতে চাইলে আপনার মোবাইল একটি কোড নাম্বার আসবে. সেই কোড টি কোড নাম্বার বক্সে লিখে continue te ক্লিক করলে আপনআর ফেসবুক প্রবেস করা হয়ে যাবে। কাজেই আপনার ফেসবুক পাসওয়্যাড কেও আপনার ফেসবুক ওপেন করতে পারবে না। সবাইকে ধন্যবাদ


কোন মন্তব্য নেই: