বৃহস্পতিবার, ১৭ জানুয়ারী, ২০১৩

পেন ড্রাইভ বন্ধ চালুর - খোলা

 helloooo visitors how r u??? আজকে আমি পোস্ট করতে বসলাম পেন ড্রাইভ সম্পকিত। আশা করি কাজ দিবে আপনাদের।
পেন ড্রাইভ মাধ্যমে সাধারনত কম্পিউটার ভাইরাস সংক্রমন হয়। এ সম্যাসা থেকে বাচঁতে কম্পিউটারে পেনড্রাভের কার্যকারিতা বন্ধ করে রাখা যেতে পারে। প্রয়োজনে এটা আবার চালু করে নেওয়া যাবে। উইন্ডোজ ৭ অপারেটিং  সিষ্টেমে এই সুবিধাটা রয়েছে। পেনড্রাইভ disable কর তে প্রথমে Start থেকে Run এ গিয়ে Regedit লিখে এন্টার চাপলে  Registry Editor উইন্ডো খুলবে. এখান থেকে




HKEY^LOCAL^MACHINE/SYSTEM->CURRENT CONTROLSET->SERVICE ->USBSUOR- এ যান . start  ফাইল এ উপর ডাবল ক্লিক করে এর ভ্যালু  4 করে দিন। তাহলে আপনার পিসি তে আর কোন পেন ড্রাইভ কাজ করবে না। আবার পেন ড্রাইভ enable করতে  start এ গিয়ে ভ্যালু ৩ করুন। আবার কম্পিউটারে পেন ড্রাইভ ব্যাবহার করা যাবে। ধন্যবাদ সকলকে।

কোন মন্তব্য নেই: