বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

ডকুমেন্ট ব্যাকআপ রাখার উপাই( না পড়লে চরম মিস করবেন)


ডকুমেন্ট ব্যাকআপ রাখা আজকাল কিন্তু এক্সটার্নাল হার্ড-ড্রাথিভ না কিনলেও চলে।আসলে এ ধরনের হার্ড-ড্রাইভগুলুও কিন্তু আপনার ব্যাকআপ যে সুরক্ষিত অবস্থায় রাখবে তার নিশ্চয়তা দিতে পারেনা। এক্সটার্নাল হার্ড-ড্রাইভ নস্ট হয়ে যেতে পারে হঠাৎ করেই, যেকোনো বৈদ্যুতিক গোলাযোগ ও এর ক্ষতি হতে পারে। যার ফলে নস্ট হয়ে যেতে পারে আপনার মুল্যবান তথ্যগুলু । তবে আপনি যদি ন্যাস (NAS) ব্যাবহার করতে পারেন তাহলে আলাদা কথা কিন্তু সেগুলোর মুল্য ও বেশি। আজকাল আরেক পদ্ধতিতে আমরা ডাটা ব্যাকআপ রাখতে পারি-অনলাইনে। ঠিক যেভাবে আপনার মুল্যবান ছবিগুলোকে পিকাসা আথবা ফ্লিকারে মাধ্যমে সংরক্ষন করতে পারেন, ঠিক সেভাবে ডকুমেন্ট গুলোকে সংরক্ষন করতে পারেন ড্রপবক্স সেবা

এই লিঙ্কে    ব্যাবহার করে। ডকুমেন্ট সংরক্ষন করার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এর জন্য আপনার প্রয়োজন হয় না টেরাবাইট স্টোরেজের। এর জন্য আসলে  ইউ-এসবি ড্রাইভ ও কিনার প্রয়োজন হয় না। ড্রপবক্স খুললে পাচ্ছেন ফ্রী ২ গিগাবাইট স্থান। সেখানে সংরক্ষন করতে পারেন আপনার সব অফিসিয়াল ডকুমেন্টগুলো । এছাড়া আপনি পাচ্ছেন যে কোনো মেশিন থেকে আপনার ডকুমেন্টগুলো  এক্সেস করার সুবিধা । ব্যবহার করতে ড্রপবক্স ফোল্ডার সিল্ক বৈশিষ্ট্য, যার মাধ্যমে আপনার পিসির কয়েকটি ফোল্ডার উপর নজর রাখতে এবং এসব ফোল্ডার নতুন কোনো ফাইল সংযুক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে তা আপলোড হয়ে যাবে আপনার ড্রপবক্স  অ্যাকাউন্টে। এ ধরনের সুবিধা আপনি ড্রপবক্স ছাড়াও পাবেন মাইক্রোসফটের স্কাই ড্রাইভ থেকে।

কোন মন্তব্য নেই: