সোমবার, ৭ নভেম্বর, ২০১১

পাসওয়ার্ড রিকভারী করার সফটওয়্যার .. ২০১১

সবকিছুরই দুইরকম মানে করা যায়, একটা ভাল আর একটা খারাপ । আজকে আপনাদের সাথে যে সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি, সেটাও ভাল এবং মন্দ দুই উদ্দেশ্য ব্যবহার করা যায়

যাইহোক, সফটওয়্যারটির নাম পাসওয়ার্ড রিকভারী বান্ডেল ২০১১ ! এতদিন যেসব সফটওয়্যার দিয়ে আপনারা পাসওয়ার্ড রিকভার করতেন, তার থেকে বেশ কিছু বিকল্প বেশী পাবেন এই সফটওয়্যারে । ফায়াফক্স, অপেরা, সফারির মতন বহুল ব্যবহৃত ব্রাউজারের পাসওয়ার্ড উদ্ধার করতে পারবেন । আবার জিটক,পালটক,এমএসএন ছাড়াও বেশকিছু ভয়েস চ্যাটিং সফটওয়্যারের পাসওয়াড উদ্ধার করতে পারবেন । উদ্ধার করতে পারবেন ফাইল ট্র্যান্সফার প্রোটোকল ভিত্তিক যেকোন পাসওয়ার্ড । তারকাচিহ্নিত পাসওয়ার্ড ভেঙ্গে ফেলার জন্য এই সফটওয়্যারের মধ্যেই পাবেন এ্যাসটেরিক পাসওয়ার্ড রিকভারী অপশন । খুঁজে বের করতে পারবেন সব ধরনের প্রোডাক্ট কী । আউটলুক এক্সপ্রেস ও ব্যক্তিগত ফোল্ডারের পাসওয়ার্ড বের করার বিকল্প পাবেন এই সফটওয়্যার থেকে । খুব সহজেই পাবেন আরও অনেক বিকল্প । মাত্র ১.৪৪ মেগাবাইটের এই পোর্টেবল সফটওয়্যারটি ডাউনলোড করতে ক্লিক করুন এখানথেকে  
ডাউনলোড করার পর আনজিপ করে নিন উইনরার সফটওয়্যারের সাহায্যে । সেটআপ ফাইল পেয়ে যাবেন। পেয়ে যাবেন রেজিস্ট্রেশন নাম্বার ফাইল। সবাই ভাল থাকবেন,সুস্থ্য থাকবেন।

কোন মন্তব্য নেই: