বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০১১

মেন্যুর নাম পরিবর্তন করার নিয়ম।

সবাই কেমন আছেন। আপনি জানেন কী?মাইক্রোসফট অফিসের যেকোন প্রোগ্রামের মেন্যুর নাম ইচ্ছামত পরিবর্তন করা যায়।আপনি যদি ওয়ার্ডের মেন্যুর  নাম পরিবর্তন করতে চান তাহলে প্রথম ওয়ার্ড ওপেন করুন।
 এবার Tools>Customize-এ ক্লিক করলে  Customize ডায়ালগ বক্স আসবে। এবার যে মেন্যুর নাম পরিবর্তন করতে চান 
 তার ওপর মাউসের ডান ক্লিক করলে একটি পপআপ মেন্যু আসবে।এবার Name এ  আপনার নাম দিন। সকলকে ধন্যবাদ।

কোন মন্তব্য নেই: