বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

ইংলিশ থেকে বাংলা ওয়ার্ড

ধরুন আপনার কাছে কোনো ডিকশিনারি নেই, আপনি কোথাও বসে ব্রাউজ করছেন-এ সময় আপনার দরকার হলো একটি ওয়ার্ডের বাংলা জানার, আপনি তখন কি করবেন????? না চিন্তার কনো কারন নেই।
অনলাইনে বসে আপনি ইংলিশ থেকে বাংলা ওয়ার্ড জানতে পারবেন এ জন্য কোনো সফটওয়্যার ডাউনলোড বা ইনস্টল করতে হবে না। আর একটি ইংলিশ ওয়ার্ডের অনেক বাংলা শব্দ পাবেন, যা কোনো ডিকশিনারিতে আপনি পাবেন না। এটি ব্যবহার করা অনেক সহজ। একটু কম্পিউটার উপর নলেজ থাকলে আপনি অনায়াসে পারবেন।

বিজয় ফন্টের সমস্যা সংক্রান্ত টিপস।


আজকে অনেক কাজ বাকী রেখে বসে গেলাম গুরুত্বপূর্ন একটা জিনিস শেয়ার করতে,
   তাহলে চলুন কথা না বারিয়ে কাজে আসা যাক,  তবে আমি একটা কথা শুরুতে বলে রাখি পোষ্টটি আমি শেয়ার করছি শুধু মাত্র তাদের জন্য যারা এই পোস্ট সম্পূর্কে অবগত নই, তো চলুন শুরু করা যাক, আমরা অনেকে মাক্রোসফট ওয়াডে বাংলা ইংলিশ আরো অনেক কিছু টাইপ করে থাকি, আমার প্রধান কথাটি হচ্ছে বাংলা টাইপ নিয়ে। আমরা বাংলা লিখার জন্য বিজয় ইনস্টল করে থাকি। বিজয় ইনস্টল করার পরে দেখা যাই যে, অনেক বাংলা ফন্টগুলু আসে না, তখন আপনি কি করবেন??

মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

অডিও ক্যাসেট থেকে এমপি থ্রি (Audio Casette To MP3)



অডিও ক্যাসেট থেকে এমপি থ্রি তৈরি করতে পারেন। এজন্য-

1. প্রথমে আপনাকে একটি লাইন (Line in/Line out) কেব্‌ল সংগ্রহ করতে হবে।


2. এই কেব্‌লটি অডিও প্লেয়ারের output ও সাউন্ড কার্ডের Line in-G সংযুক্ত করতে হবে।


3. এরপর রেকর্ডের জন্য একটি ভালো সফটওয়্যার ( যেমন: Sound Forge, Music Match, Jet audio, Audio Graber) ব্যবহার করতে হবে।

কথা রেকর্ড করা (Record Your Voice)



উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে কথা অর্থাৎ ভয়েস রেকর্ড করার সুবিধা রয়েছে। তবে এ কাজটি করার জন্য আপনার একটি মাইক্রোফোন থাকতে হবে।


1. প্রথমেই Start>Programs>Accessoires>Entertainment-G গিয়ে Sound recorder অপশনে ক্লিক করতে হবে।


2. এখন মনিটরে একটি প্লেয়ার দেখা যাবে। প্লেয়ারের নিচে যে লাল রঙের বোতাম রয়েছে সেটি দিয়েই আপনি কথা রেকর্ড করতে পারবেন।

ভলিয়ম কন্ট্রোল নিজ থেকে কমে গেলে (Control Your PC’s Volume Control)


কম্পিউটার চালু করার কিচুক্ষণ পর নিজে থেকেই ভলিয়ম কন্ট্রোলটি কমে আসে। ভলিয়মটি বাডিয়ে দিলেও তা আবার আস্তে আস্তে কমে যায়।

1. কন্ট্রোল প্যানেলের সিস্টেমস থেকে সব ধরনের সাউন্ড কার্ড Remove করে পুনরায় কম্পিউটার রিস্টার্ট করুন।


2. এ পর্যায়ে কম্পিউটার চালু হওয়ার সময় উইন্ডোজ নতুন হার্ডওয়ার মানে আপনার সাউন্ড কার্ড খুজবে।


3. তখন সাউন্ড কার্ডের সঙ্গে পাওয়া ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করুন।


4. এরপর সাউন্ড কার্ডের সঙ্গে দেওয়া অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ইনস্টল করুন।


5. অন্যদিকে দেখুন উইন্ডোজে ভলিয়ম কন্ট্রোল ইনস্টল করা আছে কিনা।

স্পিকার লাগানো আছে কোন সাউন্ড আসছে না

1. প্রথমেই স্পিকারের পাওয়ার কানেকশনটি ঠিকমতো লাগানো আছে কিনা তা লক্ষ্য করুন।

2. কম্পিউটারের সাউন্ড কার্ডের সঙ্গে অর্থাৎ সিপিইউ’র পেছনে যে পোর্টে স্পিকার লাগানো হয় তা ঠিকমতো আছে কিনা তা নিশ্চিত হয়ে নিন। অনেক সময় ভুল পোর্টে লাগানোর কারণে সাউন্ড আসে না।


3. উইন্ডোজের টাস্কবারের ডানদিকের স্পিকার আইকনে দু’বার ক্লিক করে দেখে নিন ভলিউম লেবেল মিউট করা আছে কিনা।


4. ইনষ্টলেশনের সময় সাউন্ডকার্ডের সঙ্গে অন্য ড্রাইভারের বিপরীতমুখী প্রভাবের কারণেও এমন হতে পারে।

অডিও প্লেয়ার থেকে গান রেকর্ড করা (Record From Audio Player)

কেমন আছেন বন্ধুরা্‌, সবাই ভালো আছেন নিশ্চয়, আজকে আমি মজার পোষ্ট নিয়ে হাজির হলাম, আমরা জানি কম্পিউটারে বিভিন্ন উপায়ে অডিও প্লেয়ার দিয়ে গান রেকর্ড করা যায় এবং এ সকল গান হার্ডডিস্কেও স্থায়ীভাবে রাখা যায়গান রেকর্ড করতে চাইলে (ধরি ওয়্যাকম্যান দিয়ে হার্ডডিস্কে) সর্বপ্রথম জেট অডিও ৪.৬ ভার্সন সেটাপ করে নিতে হবে

যা লাগবে :  



বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

pc তে খালি Error দেখায়? No চিন্তা Error Repair Professional আছে না!

অনেকেই হয়তো এটার কথা জানেন। কারন খুব কাজের এবং কমন জিনিষ। যাই হোক যারা জানেন না তাদের জন্য বলছি Error Repair Professional হলো এমন একটা সফটওয়্যার যেটা অপারেটিং সিস্টেমের Error গুলা খুজে বের করে এবং তা সমাধান করে মুহুর্তেই। ফলে pc হয় দুর্দান্ত গতি সম্পন্ন আর ঝামেলাহীন।
 



আরও যেসব গুন রয়েছেঃ

কথা বলুন আপনার কম্পিউটারের সাথে (মিস করবেন না) !!!!

কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন, আমি আজ আপনাদের সাথে  এমন একটা প্রোগ্রাম শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার রোগ-শোক, সুখ-দু:খ শেয়ার করতে পারবেন আপনার কম্পিউটারের সাথে।

এক কথায়, কথা বলতে পারবেন আপনার কম্পিউটারের সাথে। এক্ষেত্রে আপনার কম্পিউটার হবে একজন সাইকিয়াট্রিস। আপনার সকল প্রবলেম জানাতে পারবেন আপনার কম্পিটার কে এবং রিতিমত মজাও করতে পারবেন এটার সাথে। আসলে এটা মূলত কাজ করবে একটা ডস কমান্ডের মাধ্যমে।

প্রোগ্রামটা রান করার পর প্রথমে একটা ডস কমান্ড রান হবে। সেখানে আপনার নাম জানতে চাইবে। আপনি আপনার নাম লিখে এন্টার দিন। আপনার প্রবলেম জানতে চাইবে। আপনি আপনার প্রবলেম লিখে এন্টার দিন। আর প্রবরেম না থাকলে আপনার মন যা চাই তাই লিখুন। এভাবে চালতে রাখুন আপনি এবং আপনার কম্পিউটারের সাথে কথা বার্তা।

সোমবার, ২১ নভেম্বর, ২০১১

Adobe ImageReady দিয়ে ফ্লাশ এ্যানিমেশন তৈর করুন, খুব সহজেই!



টুকিটাকি এ্যানিমেশন যে কেউই তৈরি করতে পারে শুধু তৈরি করার নিয়মটা জানা থাকতে হয়। যারা Adobe PhotoShop এর কাজ জানেন তাদের কে Adobe ImageReady এর টুলস গুলোর সাথে পরিচয় করিয়ে দেবার মত কিছু নেই। সব কমান্ড এবং টুলস একই তাই এতে কাজ করে বাড়তি সুবিধা পাওয়া যায়।
তাই আজ আপনাদের gif ছবি বা টেক্স এ্যানিমেশন কিভাবে বানাতে হয় তা দেখাব। প্রথমে Adobe ImageReady ওপেন করুন (এটা ফটোশপের সাথেই ইন্সটল হয় আলাদা ভাবে ইন্সটল করার প্রেয়াজন হয় না) এরপর নতুন ডকুমেন্ট নিন (Ctrl+N)
grey Adobe ImageReady  দিয়ে ফ্লাশ এ্যানিমেশন তৈর করুন, খুব সহজেই! | Techtunes
এখানে আমি ব্যাকগ্রাউন্ড সাদা রেখেছি আপনারা আপনাদের ইচ্ছামত রং ব্যবহার করতে পারেন।
এরপর টাইপ টুলস (T) নিয়ে আপনার পছন্দের টেক্সট টাইপ করুন। লেয়ার অপশনে গিয়ে Opacity 10% করে নিন।

রবিবার, ২০ নভেম্বর, ২০১১

Gangstar - Crime City game free download





First download. then install the game..... and at last enjoyyyyy this free game.........!!!!!

Supported mobile:: All java and symbian supported mobile


Ghost Force game free download

          hi guys, how are you????/. we are discuss  ghost force games ,  it is most popular games, lets go and click here to download

Americas Army game free download

Best fighting game for your mobile..........

First download. then install the game..... and at last enjoyyyyy this free java game.........!!!!!

FIFA Soccer 2007 free download




  hello guys, how r u?????????????? i know u r very well, today we are discuss with Fifa soccer 2007. its game is very nice, this games play in my mobile. i hope this games choice of you, to lets go and download this game of your mobile. if u have choice, please comment in my site.....................


Fight Night Round 3 free download


Latest free java game for your nokia mobile. First download. then install the game..... and at last enjoyyyyy this free game.........!!!!! Supported mobile: All java and symbian mobile Click here to downl...
 

Download free Gangstar 3: Miami Vindication game

 
 
 
Plunge into Miami gang life and live a fast-paced adventure in the streets of America’s wildest city. Gangstar: Miami Vindication features the most memorable crime story ever in a mobile game, set in hot locations across the city, indoors and out. Defeat the rival Armada gang, free your kidnapped little brother, and become the king of the city! Enjoy new amazing vehicles to drive, from regular cars & motorcycles to jet skis and even a helicopter!
 

download free Assassin's Creed: Brotherhood game




Live and breathe as Ezio, the legendary Master Assassin in his long struggle with the powerful Order of the Templars. It must make the trip to the largest cities in Italy, Rome - the center of power, greed and corruption - to strike at the heart of the enemy. Overcoming the corrupt tyrants will require not only strength but also for leadership, when the whole Brotherhood Ezio lead to victory. Only by working together can defeat the Assassins of their mortal enemies. It's time to join the Brotherhood.


Download Asia Cup 2010 - The Official Game for Nokia




If you are a great fan of Cricket, then you would not miss this Asia Cup 2010 - official game for your Symbian S60 5th touch screen mobiles. The game will bring ultimate cricket experience of 2010 Micromax Asia Cup right on your mobile screen. Asia Cup is an international One Day International cricket tournament. In Asia Cup 2010, teams from nations India, Sri Lanka, Bangladesh and Pakistan participated.




শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

[সাদাকালো ছবি কালার করা]


কেমন আছেন সবাই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আজকের টিপস, যারা হয়ত ফটোশপের কাজ জানেন, হয়তো তাদের জন্য সহজ হতে পারে, তবুও আমি টিউনটি প্রকাশ করছি......
গিম্পে সাদাকালো ছবিকে কালার করার অনেকগুলো উপায় আছে। পর্যায়ক্রমে তা দেওয়ার চেষ্টা করব। আজ কালারাইজেশনের মাধ্যমে সহজেই কিভাবে ছবিকে কালার করবেন তা দেখানো হবে। প্রথমে আপনার কাংখিত সাদাকালো ইমেজটি গিম্পে ওপেন করুন।
আমি ওপেন করলাম এই ছবিটি।

হার্ডওয়্যার ও সফটওয়্যার ট্রাবলশ্যূটিং(রিস্টার্ট ও পিসি অফ হওয়া সংক্রান্ত সমস্যা ও তার সমাধান)





আজ আমরা দেখবো রিস্টার্ট বা পিসি বন্ধ হওয়া সংক্রান্ত সমস্যা ও তার সমাধান।
যদি এমন হয় যে,পিসি অন করার সাথে সাথে আপনার টাস্ক ম্যানেজারে আপনার পিসির প্রসেসর ৮০% ইউজ হতে দেখায় এবং সে সাথে মাঝে মাঝে ধুম করে পিসি বন্ধ হয়ে যায়ঃআপনার পিসির বায়োস সেটিং এ যান এবং সেখান থেকে প্রসেসরের এবং সিপিউর টেম্পারেচার দেখুন।প্রসেসর খুব বেশী হিট প্রডিউস করে,এই হিট ঠিকমতো এবসর্ব করতে না পারলে এ সমস্যা হয়।আপনার প্রসেসরের টেম্পারেচার ৯০ ডিগ্রী around হয়ত।এক্ষেত্রে,প্রসেসরে গায়ে হিট সিঙ্ক ক্রিম গলে গেলে বা কম থাকলে এই প্রবলেম হয়।এক্ষেত্রে এক্সট্রা ক্রিম কিনে প্রসেসরে এড করতে হয়।দাম বেশী না,৬০টাকা মাত্র।

memory card corrupted টিপস এবং ট্রিকস

আমি এখানে ব্যবহার করেছি microSD মেমরি কাড’ এবং মেবাইল ফোন নকিয়া N95।
প্রবলেম: আমরা মোবাইল ফোন থেকে মেমরি কাড’ খুলে কাড’রিডার এর মাধ্যমে পিসিতে যে কোন কাজের জন্য ব্যবহার করি বা কোন কিছু কপি করি আনেক সময় দেখা যায় কাড’রিডার দিয়ে পিসিতে কানেক্ট করি তখন পিসিতে “not responding” হয় তখন আমরা আবার মেমরি কাড’টি মোবইলে প্রবেশ করাই তখনই মোবাইল ফোনের স্ক্রিনে ভেসে আসে এই লেখাটি MEMORY CARD CORRUPTED!
সাথে সাথে আপনাকে আমটা মেসেজ দিবে ফরমেট করার জন্য আপনি ফরমেট করবেন না NO! তে ক্লিক করবেন।
এই সমস্যার সমাধান করতে হলে একটা সফট’ওয়ার ডাউনলোড করতে হবে এই সফটওযারটির সাম হলো r-studio এখানে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন

স্পাইডার ম্যান এখন উপস্থিত হবে আপনার কম্পিউটারে !!!

সকলকে আমার আজকের টিউনিং পেজে স্বাগতম। আশা করি আপনারা সব্বই ভাল আছেন। টিউনের টাইটেল দেখেই আশাকরি বিষয়টা হয়তো বুঝে ফেলেছেন। হ্য, এটা একটি স্কীন সেভার। নিজের কম্পিউটারকে একটু সাজিয়ে রাখতে কে না পছন্দ করে তাই কম্পিউটারের সৈন্দর্য রক্ষা করতে স্কীন সেভারের জুড়ি নেই। আমরা সাধারনত যে সকল স্কীন সেভার ব্যবহার করি তা 2D তে তৈরি করা হয় কিন্তু আর্কষনীয় 3D এই স্কীন সেভারটি আপনাকে দিবে স্কীন সেভারের পুরো মজা।

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

ইংলিশ পুরা লাইন বা পুরা পেজইটা হুবহু অনুবাদ করুন বাংলায়

সবাই কেমন আছেন, আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম গুরুত্বপুর্ন টিপস নিয়ে, আমরা অনেকে ইংরেজী উপর দুর্বল, কেন না আমরা হলাম বাঙালী। কিন্তু অনেকে মটামটি ইংরেজী বুঝেন, কিন্তু অনেক অনেক ওয়েবসাইট আছে যা আমাদের বাংলা অনুবাদ করতে কষ্ট হয়ে যায়, যাহোক মুল কথায় আসা যাক, আমরা সবাই কম বেশী অভিধান ব্যাবহার করেছি । কিন্তু যদি ইংলিশ পুরা লাইনটা বা পুরা পেজটা হুবহু অনুবাদ করা যায় তাহলে কেমন হয়?? খুব মজা হবে তাই না?????????

আউটসোসিং ঘরে বসে বৈদেশিক মুদ্রা আয়(মাইক্রোওয়ার্কার্স পর্ব ১)


বেকারত্বের গ্লানিমুিক্তর দুয়ার উন্মোচিত হয়েছে, এখনকার যুবসমাজ আর চেয়ে থাকে না চাকরির আসাই , কারণ তারা এখন ঘরে বসেই নিজেই নিজেদের পেশায় নিযুক্ত হচ্ছেবর্তমানে আমাদের দেশে ফ্রিল্যাসির সংখ্যা প্রায় ৫০০০ এর সংখ্যা বাড়তে পারে দিন দিন। ইন্টারনেট থেকে আয় করতে হলে একজন ইঞ্জিনিয়ার হতে হবে তা না, কম্পিউটার ও ইন্টারনেট সম্বন্ধে ধারনা থাকলে কাজ শুরু করা যায়।এক্ষেত্রে আপনার আয়ের পরিমান কম হলেও প্রতি মাসে চলার মত নূন্যতম আয়টুকু  অবশ্যই করতে পারবেন।যাহক এখন মুল কথাই আশা যাক, এ ধরনের ওয়ার্কারদের জন্য সবচেয়ে দরকারি সাইট হলঃ www.microworkers.com

মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

Jar ফাইলকে Exe ফাইলে রুপান্তরিত করা।

বন্ধুরা সবাই কেমন আছেন, সবাই মনে হয়, সুখে শান্তিতে আছেন, আজকে আমি আপনাদের কাছে হাজির হলাম গুরুত্বপুর্ন টিপস নিয়ে,  এই পোস্ট টি পোস্ট করা হয়েছিল কিনা জানি না, যদি কেও করে থাকে তাহলে আমায় ক্ষমা পাপ্তি, যাহোক তো এখন চলুন শুরু করা যাক, আমি নেটে ঘুরতে ঘুরতে এই সাইটের ঠিকানাটি পেলাম

সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

সরকারি গুরুত্বপুর্ন লিঙ্ক সমুহ


সবাই কেমন আছেন, আপনাদের কাছে সন্মুখীন হলাম সরকারি গুরুত্বপুর্ন লিঙ্ক সমুহ নিয়ে হয়ত
আপনারা

জানেন, যারা জানেন না তাদের সামনে তুলে ধল্লাম , যাহক মুল কথাই আশা যাক, আমারা অনেক সময়

বিভিন্ন রকুম সরকারি  ফরমের জন্য ছুটা ছুটি করি, কিন্তু সরকারি ফরমের লিঙ্কটি জানা থাকলে আর 

কষ্ট করা লাগবে নাতাহলে আর দেরি কেন?? এক্ষনি নিয়ে নিন সরকারি ফরমের জন্য ওয়েবসাইট

স্কিনসেভার হিসাবে ডিফ্রাগমেন্টেশন করা

কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন. সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের ব্লগ, আজকে আমি আপনাদের শিখাবো কীভাবে "স্কীনসেভার হিসাবে ডিফ্রাগমেন্টেশন করা" যায় । আমরা  
হইতো অনেকে ডিক্স ডিফ্রাগমেন্টেশন টুলসের সাথে  সকলেই পরিচিত। অনেকে সময়ের অভাবে ডিক্স ডিফ্রাগমেন্টেশন করতে পারে না। তখন কী করবেন? যা করবেন তা এখন শিখে নিন।

কম্পিউটারে সফট্ওয়্যার ইন্সটল


কম্পিউটারে প্রথম সিডি রাইট করতে গিয়ে ঝামেলায় পড়েননি এমন লোক খুব কমই আছে। আর ঝামেলা থেকে রেহাই পেতেও আছে নানা কৌশল। এখন সাধারণত কম্পিউটারের সঙ্গে সিডি/ডিভিডি রাইটার বা সিডি/ডিভিডি ড্রাইভ দেওয়া থাকে, যা ডাটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। এজন্য আলাদা সফটওয়্যার দরকার হয়। বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার হচ্ছে নিরো এক্সপ্রেস; যা সেটআপ করার জন্য_

১. ড্রাইভার সিডিটি ড্রাইভে প্রবেশ করান। অটোরান হবে এবং ওয়েলকাম স্ক্রিন আসবে। (যদি না আসে তবে নির্দিষ্ট ফোল্ডার থেকে সেটআপ আইকনে ডাবল ক্লিক করুন)

রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

কম্পিউটারে USB DEVICE ERROR CODE 10 দেখাচ্ছে।

কেমন আছেন সবাই, একটি গুরুত্বপূর্ন টিপস নিয়ে হাজির হলাম, আপনার কি usb device error 10 দেখাচ্ছে এবং কম্পিউর ঠিক ভাবে কাজ করছে না । তখন আপনি কিছু পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবেন।
প্রথমে আপনার  usb device টি অন্য কম্পিউটারে কাজ দেখে নিন।

শনিবার, ১২ নভেম্বর, ২০১১

ফিরিয়ে আনুন আপনার হারিয়ে যাওয়া ফেসবুক একাউন্ট

সবাই কেমন আছেন,নিশ্চয় ভাল আছেন। যাহোক কথা না বাড়িয়ে  মূল কথায় আসা যাক।আপনার কি এমন হয়েছে, যে আপনার ফেসবুক একাউন্টটি ফেসবুক অথরিটি বন্ধ করে দিয়েছে ? হতে পারে সেটি কোন থার্ড পার্টি এপ্লিকেশনের কারনে, কিংবা ফেক নাম ইউজ করার কারনে, কিংবা ভুয়া ভাবে রিপোর্টেড হওয়ার কারনে ? কিংবা আপনার কোন ভুলের কারনে ? কিংবা হ্যাক হয়ে গেছে কোন ভাবে ???যদি আপনার ফেসবুক একাউন্ট এধরনের কোন কারনে বন্ধ হয়ে গিয়ে থাকে, তবে আর হতাশ না হয়ে এবার কাজে লেগে পড়ুন পুরোনো ফেসবুক একাউন্টটি ফিরিয়ে আনতে (একান্তই যদি আপনার ইচ্ছে থাকে আর কি)।আসুন শুরু করা যাক ধারাবাহিক ভাবে,ক) আপনি যদি এই মুহুর্তে কোন ফেসবুক একাউন্টে লগইন থাকেন, প্রথমেই লগআউট করে নিন,

শুক্রবার, ১১ নভেম্বর, ২০১১

কম্পিউটারের ড্রাইভার হারিয়ে গেছে?১মিনিটে সমাধান

আমাদের নিজেদের ভুলের কারনে অনকে সময় পিসির ড্রাইভার হারিয়ে যায় তাই না?হ্যা মাদারবোর্ডের সাথে পাওয়া যেই সিডি টা থাকে না? আমি সেটার কথাই বলছি।যেটা ছারা পিসি সেটাপ দিলেও এজিপি/সাউন্ড/লেন কার্ড ইনস্টল হয় না।যার ফলে অনেক সময় সাউন্ড পাই না আমরা অথবা কালার ডিসপ্লে হয় না ঠিক মত। আপনার পিসি অনেক পুরনো?কথাও খুজে পাচ্ছেন না সেই ড্রাইভার?চিন্তার কিছু নেই

সোমবার, ৭ নভেম্বর, ২০১১

পাসওয়ার্ড রিকভারী করার সফটওয়্যার .. ২০১১

সবকিছুরই দুইরকম মানে করা যায়, একটা ভাল আর একটা খারাপ । আজকে আপনাদের সাথে যে সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি, সেটাও ভাল এবং মন্দ দুই উদ্দেশ্য ব্যবহার করা যায়

রবিবার, ৬ নভেম্বর, ২০১১

তৈরি করুন নিজের পছন্দ মত ফটো এফেক্ট

সবাই কেমন আছেন আছেন, নিশ্চয় ভালো আছেন. তাই সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিপস. আমরা অনেকে নেটে বিভিন্ন রকুমের ছবি এফেক্ট ছবি দেখি. কিন্তু এই সব ছবি তৈরি করতে হলে আমরা অনেকে অনেক সফট্ওয়্যার ব্যাবহার করি. কিন্তু আমি যদি বলি এই সব কাজ সফট্ওয়্যার ছাড়া করতে পারবেন. কী বিশ্বাস হচ্ছে না. হাঁ এটি বিশ্বাস না হওয়ারি কথা. যা হোক মূল কথায় আসা যাক.

শনিবার, ৫ নভেম্বর, ২০১১

নেটেই পাঠান বিনা মূল্যে এসএমএস পাঠান. কোন খরচ ব্যতীত

সবাই কেমন আছেন. নিশ্চয় ভালো আছেন সবাই. আচ্ছা যদি বিনামূল্য sms পাঠানো যেত তাহলে কেমন হতো? এটি পুরাপুরি স্বপ্নের মতো তাই না হঁা এটি এবার সত্যি হতে চলেছে. ইন্টারনেটে থেকে মোবাইলে বিনা মূল্যে এসএমএস পাঠানো যায় এমন অনেক সাইট আছে রেজিস্ট্রেশনের ঝামেলা ছাড়াই সহজেই এসএমএস করা যায় এমন একটি ওয়েবসাইটের ঠিকানা হল www.freesms.cloudapp.net