কেমন আছেন সবাই, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি, আজকের টিপস, যারা হয়ত ফটোশপের কাজ জানেন, হয়তো তাদের জন্য সহজ হতে পারে, তবুও আমি টিউনটি প্রকাশ করছি......
গিম্পে সাদাকালো ছবিকে কালার করার অনেকগুলো উপায় আছে। পর্যায়ক্রমে তা দেওয়ার চেষ্টা করব। আজ কালারাইজেশনের মাধ্যমে সহজেই কিভাবে ছবিকে কালার করবেন তা দেখানো হবে। প্রথমে আপনার কাংখিত সাদাকালো ইমেজটি গিম্পে ওপেন করুন।
আমি ওপেন করলাম এই ছবিটি।
সাদাকালো করা ছবি ওপেন করার ক্ষেত্রে খেয়াল রাখবেন যেন ছবিটি RGB মুডে থাকে। RGB না থাকলে করে নিন। এজন্য Image>Mode>RGB এ যান। ছবি কালার করার ক্ষেত্রে ছবির দিকে খেয়াল রেখে ছবিকে মনে মনে কয়েকটি ভাগে ভাগ করে নেবেন যেমন এই ছবিটিকে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি
১। ত্বকের অংশ
২। ব্যাকগ্রাউন্ড
৩। জামা
৪। অন্যান্য (যেমন- চুল, চোখ, ভ্রু ইত্যাদি)
আমরা পর্যায়ক্রমে সব অংশ কালার করে নিব। প্রথমে ত্বকের অংশ ব্লক করে নিব। অনেকভাবে গিম্পে ব্লক করা যায়। আমরা করব Free Select Tool (F) দিয়ে। এই টুল দিয়ে সহজেই আপনি কোন অংশ ব্লক করতে পারবেন। তবে ব্লক করার সময় ছবিকে বড় করে নেবেন তাহলে ব্লক করা ভালো হবে। ছবি বড় করতে Ctrl+মাউসের চাকা ঘুরালেই হবে। আপনার যদি ছবিতে একাধিক অংশ ব্লক করার প্রয়োজন হয় তাহলে এক অংশ ব্লক করার পর অপর অংশ শুরু করার সময় শিফট চেপে ধরে ব্লক করুন। তাহলে একাধিক অংশ সহজেই ব্লক করতে পারবেন। যেমন আমি উপরের ইমেজের ত্বকের অংশ ব্লক করেছি
এভাবে ব্লক করার পর Colors>Colorize এ যান।
এখানে Hue, Saturation, lightness নামে তিনটি অপশন পাবেন। এগুলো স্ক্রল করে কালার আনুন। নানা রকমের কালার পাবেন। এখানে ত্বকের কালার আনতে চেষ্টা করুন। যেমন আমি নিচের মত মান দিয়েছি
তাহলে চিত্র এরকম পাবেন
এই যে পাঠক! যাবেন না! আরও অনেক কাজ বাকী।
আমরা শুধু ত্বকের কালার করলাম। এখন আমরা একইভাবে জামার কালার করব। এজন্য আপনাকে পূর্বের মতই জামার অংশকে ব্লক করতে হবে।
এরপর আবার Colors>Colorize এ যান।
তারপর ইচ্ছেমত স্ক্রল করে কালার দিন। যেমন আমি নিচের মত মান দিলাম
আর ফলাফলটা এমন পেলাম
এর পরের অংশ ব্যাকগ্রাউন্ড এর ব্যাপার। আশা করি আপনাদের ভাল লেগেছে।
বুঝেনতো ভালো লাগলে কমেন্ট করবেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন