বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

বিজয় ফন্টের সমস্যা সংক্রান্ত টিপস।


আজকে অনেক কাজ বাকী রেখে বসে গেলাম গুরুত্বপূর্ন একটা জিনিস শেয়ার করতে,
   তাহলে চলুন কথা না বারিয়ে কাজে আসা যাক,  তবে আমি একটা কথা শুরুতে বলে রাখি পোষ্টটি আমি শেয়ার করছি শুধু মাত্র তাদের জন্য যারা এই পোস্ট সম্পূর্কে অবগত নই, তো চলুন শুরু করা যাক, আমরা অনেকে মাক্রোসফট ওয়াডে বাংলা ইংলিশ আরো অনেক কিছু টাইপ করে থাকি, আমার প্রধান কথাটি হচ্ছে বাংলা টাইপ নিয়ে। আমরা বাংলা লিখার জন্য বিজয় ইনস্টল করে থাকি। বিজয় ইনস্টল করার পরে দেখা যাই যে, অনেক বাংলা ফন্টগুলু আসে না, তখন আপনি কি করবেন??


আপনার করনিও
১। প্রথমে বিজয় ফন্টগুলু  কপি করুন এবার আপনি control panel এ ক্লিক করুন।
২। এবার আপনি হাতের বাম দিকে switch category তে ক্লিক করুন।
৩। এবার দেখবেন একটা folder এর মতো font লিখা আছে, সেখানে copy করা ফন্টগুলু paste করে দিন। না পারলে নিচের চিত্রটি অনুসরন করুন।


ধন্যবাদ সবাইকে......


কোন মন্তব্য নেই: