শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

স্পাইডার ম্যান এখন উপস্থিত হবে আপনার কম্পিউটারে !!!

সকলকে আমার আজকের টিউনিং পেজে স্বাগতম। আশা করি আপনারা সব্বই ভাল আছেন। টিউনের টাইটেল দেখেই আশাকরি বিষয়টা হয়তো বুঝে ফেলেছেন। হ্য, এটা একটি স্কীন সেভার। নিজের কম্পিউটারকে একটু সাজিয়ে রাখতে কে না পছন্দ করে তাই কম্পিউটারের সৈন্দর্য রক্ষা করতে স্কীন সেভারের জুড়ি নেই। আমরা সাধারনত যে সকল স্কীন সেভার ব্যবহার করি তা 2D তে তৈরি করা হয় কিন্তু আর্কষনীয় 3D এই স্কীন সেভারটি আপনাকে দিবে স্কীন সেভারের পুরো মজা।

 <script language='JavaScript' type='text/javascript'>
 <!--
 var prefix = 'mailto:';
 var suffix = '';
 var attribs = '';
 var path = 'hr' + 'ef' + '=';
 var addy85352 = 'microhacker.exe' + '@';
 addy85352 = addy85352 + 'gmail' + '.' + 'com';
 document.write( '<a ' + path + '\'' + prefix + addy85352 + suffix + '\'' + attribs + '>' );
 document.write( addy85352 );
 document.write( '<\/a>' );
 //-->
 </script><script language='JavaScript' type='text/javascript'>
 <!--
 document.write( '<span style=\'display: none;\'>' );
 //-->
 </script>এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এটি দেখতে হলে আপনাকে JavaScript সক্রিয় করতে হবে।
 <script language='JavaScript' type='text/javascript'>
 <!--
 document.write( '</' );
 document.write( 'span>' );
 //-->
 </script> স্পাইডার ম্যান এখন উপস্থিত হবে আপনার কম্পিউটারে !!! | Techtunes

http://www.brothersoft.com/spiderman-3-screensaver-59542.html
  • স্কীন সেভারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন।
  • এরপর ডেক্সটপে রাইট ক্লিক করে prooerties/Screen Saver থেকে Spider-man 3 নির্বাচন করুন এবং উপভোগ করুন দারুন এই স্কীন সেভারটি…
আসা করি আমার এই টিউনটি আপনাদের কাজে লাগবে। আর ভাল লাগলে আমাকে কমেন্ট করতে ভুলবেন না কারন কমেন্টই একজন টিউনারের প্রান।
সবাই ভাল থাকুন এবং সুস্থ্য থাকুন এই শুভ কামনায় আপনাদে
   




















কোন মন্তব্য নেই: