মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০১১

অডিও ক্যাসেট থেকে এমপি থ্রি (Audio Casette To MP3)



অডিও ক্যাসেট থেকে এমপি থ্রি তৈরি করতে পারেন। এজন্য-

1. প্রথমে আপনাকে একটি লাইন (Line in/Line out) কেব্‌ল সংগ্রহ করতে হবে।


2. এই কেব্‌লটি অডিও প্লেয়ারের output ও সাউন্ড কার্ডের Line in-G সংযুক্ত করতে হবে।


3. এরপর রেকর্ডের জন্য একটি ভালো সফটওয়্যার ( যেমন: Sound Forge, Music Match, Jet audio, Audio Graber) ব্যবহার করতে হবে।

4. MP3/CD বানানো হয়ে গেলে Nero Burning Rom এর সাহায্যে সিডি তৈরি করে নিলেই হলো।

কোন মন্তব্য নেই: