সোমবার, ২১ নভেম্বর, ২০১১

Adobe ImageReady দিয়ে ফ্লাশ এ্যানিমেশন তৈর করুন, খুব সহজেই!



টুকিটাকি এ্যানিমেশন যে কেউই তৈরি করতে পারে শুধু তৈরি করার নিয়মটা জানা থাকতে হয়। যারা Adobe PhotoShop এর কাজ জানেন তাদের কে Adobe ImageReady এর টুলস গুলোর সাথে পরিচয় করিয়ে দেবার মত কিছু নেই। সব কমান্ড এবং টুলস একই তাই এতে কাজ করে বাড়তি সুবিধা পাওয়া যায়।
তাই আজ আপনাদের gif ছবি বা টেক্স এ্যানিমেশন কিভাবে বানাতে হয় তা দেখাব। প্রথমে Adobe ImageReady ওপেন করুন (এটা ফটোশপের সাথেই ইন্সটল হয় আলাদা ভাবে ইন্সটল করার প্রেয়াজন হয় না) এরপর নতুন ডকুমেন্ট নিন (Ctrl+N)
grey Adobe ImageReady  দিয়ে ফ্লাশ এ্যানিমেশন তৈর করুন, খুব সহজেই! | Techtunes
এখানে আমি ব্যাকগ্রাউন্ড সাদা রেখেছি আপনারা আপনাদের ইচ্ছামত রং ব্যবহার করতে পারেন।
এরপর টাইপ টুলস (T) নিয়ে আপনার পছন্দের টেক্সট টাইপ করুন। লেয়ার অপশনে গিয়ে Opacity 10% করে নিন।


টেক্সটি দেখতে এমন হবে
ছবি ২
এরপর এ্যানিমেশন টুলসে গিয়ে (এটি না দেখতে পেলে window – animation এ ক্লিক করুন) ডানপাশের এ্যারো চিহ্নতে ক্লিক করে New Frame এ ক্লিক করে নতুন একটি ফ্রেম নিন অথবা Alt চেপে দরকারী ফ্রেমটি ড্রাগকরে সবার শেষে নিয়ে আসুন।

লেয়ার অপশনে গিয়ে লেয়ার ১ সিলেক্ট করুন। Opacity 20% করে নিন
ছবি ৪
এভাবে একটি করে ফ্রেম নিন এবং Opacity 10% করে বাড়িয়ে নিতে থাকুন Opacity 100% না হওয়া পর্যন্তু
আরেকটি লেয়ার নিয়ে আপনার পছন্দের টেক্সট লিখুন

Shift চেপে সর্বশেষ ফ্রেমটি বাদে সকল ফ্রেম সিলেক্ট করুন
ছবি ৬
লেয়ার 2 সিলেক্ট করে হাইড করে দিন

এবার সেই আগের মতই Opacity 10% করে বাড়িয়ে নিতে থাকুন Opacity 100% না হওয়া পর্যন্তু প্রতিটি ফ্রেমে 10% Opacity বৃদ্ধি করুন (বেশী বা কম নিলেও সমস্যা নেই)
এভাবে যত বেশী ফ্রেম এর কাজ করবেন আপনার এ্যানিমেশনের সময় তত বাড়বে আপনি চাইলে প্রতিটি ফ্রেম কতটুকু সময় নিয়ে প্রদর্শিত হবে কা নির্ধারন করতে পারেন প্রতিটি ফ্রেমের নীচে টাইম লাইন দেয়া থাকে আপনি সেখান থেকে আপনার পছন্দ মত সময় সেট করে নিন
ছবি ৮
সবশেষে সেভ করুন File- Save Optimized এ গিয়ে আপনার পছন্দমত লোকেশনে সেভ করুন

কোন মন্তব্য নেই: