কেমন আছেন বন্ধুরা্, সবাই ভালো আছেন নিশ্চয়, আজকে আমি মজার পোষ্ট নিয়ে হাজির হলাম, আমরা জানি কম্পিউটারে বিভিন্ন উপায়ে অডিও প্লেয়ার দিয়ে গান রেকর্ড করা যায় এবং এ সকল গান হার্ডডিস্কেও স্থায়ীভাবে রাখা যায়। গান রেকর্ড করতে চাইলে (ধরি ওয়্যাকম্যান দিয়ে হার্ডডিস্কে) সর্বপ্রথম জেট অডিও ৪.৬ ভার্সন সেটাপ করে নিতে হবে।
যারা কম্পিউটারের হার্ডডিস্কে অডিও প্লেয়ার থেকে গান রেকর্ড করে রাখতে চান তারা অতিদ্রুত দোকান থেকে দুটো স্টেরিও জ্যাক ও দু’গজ তার কিনে আনুন। তারের দু’মাথায় দুটো জ্যাক ভাল করে লাগিয়ে যে প্লেয়ার (ধরি Iq¨vKg¨vb) দিয়ে চালাবেন সে প্লেয়ারের হেড ফোনে একটি জ্যাক ঢুকাবেন এবং অপর জ্যাকটি ঢুকাবেন আপনার কম্পিউটারের সাউন্ড কার্ডের লাইন ইনে। যে ক্যাসেট রেকর্ড করতে চান তা প্লেয়ারে ঢুকান।
যা করতে হবে :
- স্টার্ট মেনুর প্রোগা্রম থেকে জেট অডিও চালু করুন। জেট অডিও ওপেন হবে।
- স্টার্ট বাটনের টুলবারে সাউন্ড/মাইকে ডাবল ক্লিক করুন। একটু খেয়াল করে মাইক্রোফোন থেকে শুরু করে (মাইক্রোফোন না থাকলে অপশনের প্রোপার্টিজ থেকে মাইক্রোফেনে টিক চিহ্ন দিন) ভলিউম, ওয়েভ, লাইন ইন, থ্রিডি স্টেরিও প্রভৃতির টিক √ মার্ক উঠিয়ে দিন।
- সাউন্ড বারটি ক্লোজ করে দিন। জেট অডিওতে সাউন্ড ইফেক্টর, মিক্সার, ডিজিটাল অডিও প্লেয়ার ছাড়াও অন্যান্য আইটেম রয়েছে।
- ডিজিটার অডিও প্লেয়ারের (MP-3) রেকর্ড অংশে ক্লিক করুন।
- Select track for Audio-CD recording বক্স আসবে তাতে Next-G ক্লিক করুন।
- এবার Select File Format for Recording বক্স আসবে, লক্ষ্য রাখুন তাতে record as WAVE format টিক চিহ্ন দেয়া আছে কি না ? না থাকলে টিক চিহ্ন দিয়ে Next-G ক্লিক করুন।
- এরপর Enter file name to save বক্স আসবে। আপনি ব্রাউজ করে গানটি যে ড্রাইভে রাখতে চান তা সিলেক্ট করুন এবং ফাইলের একটি নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করে Next বাটনে ক্লিক করে Next-G ক্লিক করুন।
- এরপর Select correct recording device থেকে মাইক্রোফোনে ক্লিক করে Next করুন।
- এখন গানটি প্লে করার সাথে সাথে Finish বাটনে ক্লিক করুন। গান রেকর্ড হতে থাকবে।
- গান রেকর্ড করা শেষ হলে সর্বপ্রথম জেট অডিওতে স্টপ করুন। তারপর প্লেয়ার অফ করুন। গান রেকর্ড হয়ে যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন