রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

কম্পিউটারে USB DEVICE ERROR CODE 10 দেখাচ্ছে।

কেমন আছেন সবাই, একটি গুরুত্বপূর্ন টিপস নিয়ে হাজির হলাম, আপনার কি usb device error 10 দেখাচ্ছে এবং কম্পিউর ঠিক ভাবে কাজ করছে না । তখন আপনি কিছু পদ্ধতির মাধ্যমে সমস্যা সমাধান করতে পারবেন।
প্রথমে আপনার  usb device টি অন্য কম্পিউটারে কাজ দেখে নিন।
তাহলে বুঝতে হবে যে আপনার usb device সুবিধা জনক না। সেটি আপনাকে পরির্তন করতে হবে।
যদি দেখেন যে আপনার  usb device অন্য কম্পিউটারে কাজ করছে , তাহলে আপনি অযথা চিন্তা করছেন, এখন আপনি আপনার usb cable টি পরিস্কার করে দেখুন, যদি কাজ না হয়, তাহলে আপুনি my computer গিয়ে রাইট বাটুন ক্লিক করুন এরপরে manager এ ক্লিক করুন, তারপর usb bus controller এ ক্লিক করুন এবং হলুদ রং এর device টি অনুসরন করুন , সেখানে usb mass storage device এ ডাবল ক্লিক করুন যদি সেখানে ও usb device cannot start (code 10) আসে তাহলে কথা না বলে শুনুন এখন আপনাকে windows xp অপারেটিং মাধ্যমে remove এবং reinstall করতে হবে।
যেভাবে করবেনঃ  

A. click on start 

B. right click on my computer , click on properties 

C.click in Hardware tab.

d. click the device manager button.

E. expand universal serial bus controllers section.

F. right click every device under the universal serial bus controllers 
    node and click uninstall to remove.

G. restart the computer. 

এরপর আপনার usb device টি খুলে নিন এরপর আবার সংযোগ করুন, এরপর দেখুন আপনার সমস্যা সমাধান হয়ে গেছে। কাজ হলে আমার নামে একটু দোয়া করবেন। আর কমেন্ট করবেন, সবাই ভাল থাকবেন, ধন্যবাদ সবাইকে.................................







 






কোন মন্তব্য নেই: