কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন, আমি আজ আপনাদের সাথে এমন একটা প্রোগ্রাম শেয়ার করব যার মাধ্যমে আপনি আপনার রোগ-শোক, সুখ-দু:খ শেয়ার করতে পারবেন আপনার কম্পিউটারের সাথে।
প্রোগ্রামটি আমার খুবই পছন্দের এবং প্রিয় একটি প্রোগ্রাম। অবসর কাটানো এবং সকল বিনোদনের সহায়ক হতে পারে।
ডাউনলোড
এক কথায়, কথা বলতে পারবেন আপনার কম্পিউটারের সাথে। এক্ষেত্রে আপনার কম্পিউটার হবে একজন সাইকিয়াট্রিস। আপনার সকল প্রবলেম জানাতে পারবেন আপনার কম্পিটার কে এবং রিতিমত মজাও করতে পারবেন এটার সাথে। আসলে এটা মূলত কাজ করবে একটা ডস কমান্ডের মাধ্যমে।
প্রোগ্রামটা রান করার পর প্রথমে একটা ডস কমান্ড রান হবে। সেখানে আপনার নাম জানতে চাইবে। আপনি আপনার নাম লিখে এন্টার দিন। আপনার প্রবলেম জানতে চাইবে। আপনি আপনার প্রবলেম লিখে এন্টার দিন। আর প্রবরেম না থাকলে আপনার মন যা চাই তাই লিখুন। এভাবে চালতে রাখুন আপনি এবং আপনার কম্পিউটারের সাথে কথা বার্তা।
প্রোগ্রামটি আমার খুবই পছন্দের এবং প্রিয় একটি প্রোগ্রাম। অবসর কাটানো এবং সকল বিনোদনের সহায়ক হতে পারে।
ডাউনলোড
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন