সোমবার, ১৪ নভেম্বর, ২০১১

কম্পিউটারে সফট্ওয়্যার ইন্সটল


কম্পিউটারে প্রথম সিডি রাইট করতে গিয়ে ঝামেলায় পড়েননি এমন লোক খুব কমই আছে। আর ঝামেলা থেকে রেহাই পেতেও আছে নানা কৌশল। এখন সাধারণত কম্পিউটারের সঙ্গে সিডি/ডিভিডি রাইটার বা সিডি/ডিভিডি ড্রাইভ দেওয়া থাকে, যা ডাটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়। এজন্য আলাদা সফটওয়্যার দরকার হয়। বহুল ব্যবহৃত একটি সফটওয়্যার হচ্ছে নিরো এক্সপ্রেস; যা সেটআপ করার জন্য_

১. ড্রাইভার সিডিটি ড্রাইভে প্রবেশ করান। অটোরান হবে এবং ওয়েলকাম স্ক্রিন আসবে। (যদি না আসে তবে নির্দিষ্ট ফোল্ডার থেকে সেটআপ আইকনে ডাবল ক্লিক করুন)



২. ইন্সটল নিরো ওইএম স্যুইট এ ক্লিক করুন। ইন্সটলেশন ইউজার্ড আসবে

৩. নিরো ৬ অপশনে ক্লিক করুন। ওয়েলকাম উইজার্ড আসলে নেক্সট বাটনে ক্লিক করুন

৫. লাইসেন্স এগ্রিমেন্ট আসলে 'আই একসেপ্ট' সিলেক্ট করে আবারও নেক্সট করুন।

৬. আবারও ইউজার্ড আসলে সিরিয়াল নাম্বার অটোমেটিক থাকবে। ইউজার নেম ও কোম্পানি নেম অপশন পূরণ করে নেক্সট বাটনে ক্লিক করুন। ইন্সটল শুরু কবে এবং প্রোগ্রাম ইউন্ডো দেখবে। ফাইল কপি শেষে আবারও ইউজার্ড আসলে ফিনিশ বাটনে ক্লিক করুন।

৮. মেইন মেন্যু থেকে এক্সিট বাটনে ক্লিক করুন। আবারও ওয়েলকাম স্ক্রিন থেকে এক্সিট বাটনে ক্লিক করুন। ডেস্কটপে নিরো স্টার্ট স্মার্ট আইকন পাওয়া যাবে

সিডি/ডিভিডি রাইট করা : এখন নিরো ব্যবহার করে কম্পিউটার থেকে সিডি/ভিভিতিতে বা সিডি থেকে সিডি বা ডিভিডি থেকে ডিভিডি তৈরি করার প্রক্রিয়া দেখা যাক।

কম্পিউটার থেকে সিডি/ডিভিডিতে ডাটা কপি করা- ১. সিডি/ডিভিডি রাইটারে স্ন্যাঙ্ক সিডি/ ডিভিডি রাখুন।

২.ডেস্কটপ থেকে নিরো চালু করুন। প্রোগ্রাম আসবে।

৩. বাম দিকের স্টার আইকনে কার্সর আনুন এবং মেক ডাটা ডিস্ক অপশনে ক্লিক করুন।

৪. ফাইল সিলেক্ট করার অপশন আসলে এড বাটনে ক্লিক করুন।

৫. এখন নির্দিষ্ট ফোল্ডার থেকে ফাইল সিলেক্ট করে এড বাটনে ক্লিক করুন। সব ফাইল সিলেক্ট করা হলে ফিনিশড বাটনে ক্লিক করুন।

৬. এড উইন্ডোতে সিলেক্ট করা ফাইলগুলো পাওয়া যাবে। নেক্সট বাটনে ক্লিক করুন।

৭. এখন ডাইসের একটি নাম দিন এবং রাইটিং স্পিড কত হবে সেটি সিলেক্ট করে বার্ন বাটনে ক্লিক করুন। এখন বার্নিং প্রসেস শুরু হবে এবং প্রোগ্রেস বার দেখাবে।

৮. বার্ন প্রসেস শেষ হলে এক্সিট বাটনে ক্লিক করুন।

৯. সিডি বা ডিভিডি কপি করতে হলে প্রথমেই কপি ডিস্ক অপশন সিলেক্ট করুন।

১০. কপির জন্য ইউজার্ড আসবে। বার্ন বাটনে ক্লিক করুন। সিডি/ ডিভিডি কপি হতে থাকবে।

কোন মন্তব্য নেই: