উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে কথা অর্থাৎ ভয়েস রেকর্ড করার সুবিধা রয়েছে। তবে এ কাজটি করার জন্য আপনার একটি মাইক্রোফোন থাকতে হবে।
1. প্রথমেই Start>Programs>Accessoires>Entertainment-G গিয়ে Sound recorder অপশনে ক্লিক করতে হবে।
2. এখন মনিটরে একটি প্লেয়ার দেখা যাবে। প্লেয়ারের নিচে যে লাল রঙের বোতাম রয়েছে সেটি দিয়েই আপনি কথা রেকর্ড করতে পারবেন। 3. আপনি যে কথা বা যেকোন রকমের শব্দ রেকর্ড করতে চান তার কাছে মাইক্রোফোন নিয়ে গিয়ে সক্রিয় করুন এবং লাল বাটনে ক্লিক করুন।
4. এ রেকর্ডটি সাধারনত ১ মিনিটের (৬০ সেকেন্ড) হয়ে থাকে। তবে এর চেয়ে বেশী সময়ে কথা রেকর্ড করার জন্য আপনি যখন দেখবেন Position 60.sec হয়ে গেছে ঠিক তাৎক্ষণিকভাবে আপনি আবার লাল বাটনে ক্লিক করুন। তাহলে আবার ৬০ সেকেন্ড বাড়তি রেকর্ড করতে পাবেন।
5. আর ৫/১০ মিনিটের কিছু রেকর্ড করতে চাইলে আপনাকে বারবার Position 60.sec হওয়ার পর লাল বাটনে ক্লিক করতে হবে।
6. এরপর ফাইল মেনু থেকে Save করে যে কোন প্লেয়ারে রেকর্ড করা ফাইল চালাতে পারেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন