বেকারত্বের গ্লানিমুিক্তর দুয়ার উন্মোচিত হয়েছে, এখনকার যুবসমাজ আর চেয়ে থাকে না চাকরির আসাই , কারণ তারা এখন ঘরে বসেই নিজেই নিজেদের পেশায় নিযুক্ত হচ্ছে। বর্তমানে আমাদের দেশে ফ্রিল্যাসির সংখ্যা প্রায় ৫০০০। এর সংখ্যা বাড়তে পারে দিন দিন। ইন্টারনেট থেকে আয় করতে হলে একজন ইঞ্জিনিয়ার হতে হবে তা না, কম্পিউটার ও ইন্টারনেট সম্বন্ধে ধারনা থাকলে কাজ শুরু করা যায়।এক্ষেত্রে আপনার আয়ের পরিমান কম হলেও প্রতি মাসে চলার মত নূন্যতম আয়টুকু অবশ্যই করতে পারবেন।যাহক এখন মুল কথাই আশা যাক, এ ধরনের ওয়ার্কারদের জন্য সবচেয়ে দরকারি সাইট হলঃ www.microworkers.com
মাইক্রোওয়ার্কার্স সাইটের কাজ গুলো খুব ছোট ছোট।একেককি কাজ করতে ৫ থেকে ৩০ মিনিট সময় লাগে । প্রতিটি কাজের মুল্য ০.০৮ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৪.০০ ডলার পূর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিন নতুন নতুন কাজ আসে। এখানে একটি কাজ একবার করা যায়।
টাকা তুলবেন যে ভাবেঃ আপনার মোট আয় ১০ ডলার হলেই চেক, মানিবুকার্স, পেপার এবং এলার্টপে সার্ভিসের মাধ্যমে টাকা উঠানো যায়।
মাইক্রোওর্কার্স সাইটে একজন ফ্রিল্যান্সারকে worker এবং একজন ক্লায়েন্টকে employer হিসাবে উল্লেখ করা হয়। worker হিসাবে কাজ শুরু করার আগে প্রথমে সাইটে একটি এক্যাউন্ট তৈরি করে নিতে হয়।এরপর মেনু থেকে Available jobs লিঙ্কে ক্লিক করলে কাজগুলো দেখা যাবে, প্রতিটি কাজের শিরোনামের সঙ্গে কয়েকটি তথ্য পাওয়া যায়।কাজের মূল্য (Payment) শতকরা কতজন কাজ ক্লাইন্ট গ্রহন করেছে (success rate)
কাজটি করতে আনুমানিক কত মিনিট লাগতে পারে (time), কতজন এই পর্যন্ত কাজটি করছে (done) ইত্যাদি। কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করলে করলে সেই কাজের বিস্তারিত তথ্য পাওয়া জাবে।এর মধ্যে `what is expected from worker?’ অংশ থেকে কাজের বিস্তারিত তথ্য পাওয়া যাবে।কাজটি যে আপনি যথাযথভাবে শেষ করেছেন,তা প্রমান দিতে কী কী তথ্য দিতে হবে তা `Required proof that task was finished’ অংশের মাধ্যমে জানা যাবে। সবশেষে ‘ I accept this job’ লিঙ্কে ক্লিক করে একটি টেক্সটবক্সে আপনার কাজের প্রমানগুলু দিতে হবে।কোন কাজ করতে না পারলে ‘Not interested in this job’ লিঙ্কে ক্লিক করে বের হয়ে যাওয়া ভালো, সেক্ষেত্রে এই কাজটি ‘Available jobs’ পাতাই আর দেখা যাবে না।আজ আর না, অন্য দিন আরেক পর্ব নিয়ে আলোচনা করবো, সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন