কম্পিউটার চালু করার কিচুক্ষণ পর নিজে থেকেই ভলিয়ম কন্ট্রোলটি কমে আসে। ভলিয়মটি বাডিয়ে দিলেও তা আবার আস্তে আস্তে কমে যায়।
1. কন্ট্রোল প্যানেলের সিস্টেমস থেকে সব ধরনের সাউন্ড কার্ড Remove করে পুনরায় কম্পিউটার রিস্টার্ট করুন।
2. এ পর্যায়ে কম্পিউটার চালু হওয়ার সময় উইন্ডোজ নতুন হার্ডওয়ার মানে আপনার সাউন্ড কার্ড খুজবে।
3. তখন সাউন্ড কার্ডের সঙ্গে পাওয়া ড্রাইভার সফটওয়্যার ইনস্টল করুন।
4. এরপর সাউন্ড কার্ডের সঙ্গে দেওয়া অ্যাপ্লিকেশন সফটওয়্যারটি ইনস্টল করুন।
5. অন্যদিকে দেখুন উইন্ডোজে ভলিয়ম কন্ট্রোল ইনস্টল করা আছে কিনা।
6. না থাকলে কন্ট্রোল প্যানেলের Add/Remove Programs থেকে উইন্ডোজ Setup-G যান ।
7. সেখান থেকে ভলিয়ম কন্ট্রোল ইনস্টল করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন