মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০১১

Jar ফাইলকে Exe ফাইলে রুপান্তরিত করা।

বন্ধুরা সবাই কেমন আছেন, সবাই মনে হয়, সুখে শান্তিতে আছেন, আজকে আমি আপনাদের কাছে হাজির হলাম গুরুত্বপুর্ন টিপস নিয়ে,  এই পোস্ট টি পোস্ট করা হয়েছিল কিনা জানি না, যদি কেও করে থাকে তাহলে আমায় ক্ষমা পাপ্তি, যাহোক তো এখন চলুন শুরু করা যাক, আমি নেটে ঘুরতে ঘুরতে এই সাইটের ঠিকানাটি পেলাম

এইসাইট  থেকে , এই  সফট্ওয়্যারের কাজটি হল JAR  ফাইলকে  EXE তে রূপান্তরিত করা,  আপনাদের সুবিধার জন্য আমি কিছু ছবি পোস্ট করলাম।


আপনাদের এই পোস্ট টুকু কাজে লাগলে দয়া করে কমেন্ট করবেন, ধন্যবাদ সবাইকে।

কোন মন্তব্য নেই: